ব্যাকরণের কাজ কী?
A
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
B
ভালো বক্তা তৈরি করা
C
নতুন ভাষা তৈরি করা
D
দ্রুত পড়া-লেখা শেখানো
উত্তরের বিবরণ
ব্যাকরণ মূলত ভাষার কাঠামো ও ব্যবহারকে সুশৃঙ্খল রাখে। এটি ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করে এবং বাক্য গঠনে শুদ্ধতা আনে।
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ব্যাকরণের প্রধান কাজ, কারণ এর মাধ্যমে শব্দ, পদ ও বাক্যের সঠিক বিন্যাস নির্ধারিত হয়।
ভালো বক্তা তৈরি করা ব্যাকরণের সরাসরি কাজ নয়, তবে সঠিক ব্যাকরণ জানলে বক্তৃতায় স্বচ্ছতা আসে।
নতুন ভাষা তৈরি করা ব্যাকরণের উদ্দেশ্য নয়; এটি কেবল বিদ্যমান ভাষাকে নিয়মের মধ্যে রাখে।
দ্রুত পড়া-লেখা শেখানো একটি শিক্ষণ প্রক্রিয়া, ব্যাকরণের কাজ নয়।
0
Updated: 11 hours ago
নিম্নলিখিত বাক্যটি পরোক্ষ উক্তিতে রূপান্তর করুন:
সোহেল বলল, "আমি এখানে থাকব"।
Created: 1 month ago
A
সোহেল বলল, "আমি সেখানে থাকব।"
B
সোহেল বলল যে, সে সেখানে থাকবে।
C
সোহেল জানাল যে আমি এখানে থাকব।
D
সোহেল বলল, "সে এখানে থাকবে।
প্রত্যক্ষ উক্তি “বলল সোহেল, ‘আমি এখানে থাকব’” পরিবর্তিত হয়ে পরোক্ষ উক্তি হয় “সোহেল বলল যে, সে সেখানে থাকবে”। প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তরের সময় কয়েকটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, যা নিচে ব্যাখ্যা করা হলো।
-
পুরুষ পরিবর্তন: প্রথম পুরুষ “আমি” পরিণত হয় তৃতীয় পুরুষে, অর্থাৎ “সে”।
-
স্থান পরিবর্তন: নিকট নির্দেশক শব্দ “এখানে” পরিবর্তিত হয়ে হয় “সেখানে”, যা দূর নির্দেশ করে।
-
বাক্য গঠন পরিবর্তন: উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে সংযোজক অব্যয় “যে” যুক্ত করা হয়, যাতে বাক্যটি পরোক্ষ রূপে যুক্ত হয়।
-
ক্রিয়ার রূপ পরিবর্তন: মূল ক্রিয়া “থাকব” পরিবর্তিত হয়ে হয় “থাকবে”, কারণ এটি তৃতীয় পুরুষ অনুযায়ী রূপান্তরিত হয়।
ভুল বিকল্পগুলোর কারণ:
-
ক) এখনও প্রত্যক্ষ উক্তি রয়ে গেছে, কারণ উদ্ধৃতি চিহ্ন বাদ দেওয়া হয়নি এবং পুরুষ পরিবর্তন হয়নি।
-
গ) পুরুষ ও স্থান কোনোটিই পরিবর্তিত হয়নি; “আমি এখানে” অপরিবর্তিত রয়ে গেছে।
-
ঘ) উদ্ধৃতি চিহ্ন বজায় থাকায় এটি এখনও প্রত্যক্ষ উক্তি হিসেবে রয়ে গেছে।
0
Updated: 1 month ago
"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।" - কথাটি কে লিখেছেন?
Created: 3 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মুহাম্মদ আব্দুল হাই
C
মোতাহের হোসেন চৌধুরী
D
প্রমথ চৌধুরী
• 'বই পড়া' প্রবন্ধটির রচয়িতা- প্রমথ চৌধুরী।
0
Updated: 3 weeks ago
“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ – এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে–
Created: 2 months ago
A
বনের পণ্ড বনে থাকতেই ভালবাসে
B
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
C
প্রকৃতি রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
D
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়.
0
Updated: 2 months ago