নিচের কোনটি তৎসম শব্দ?
A
মাটি
B
নারিকেল
C
গ্রাম/গেরাম
D
চামার
উত্তরের বিবরণ
তৎসম শব্দ হলো সেই শব্দ যা সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে। এগুলোর রূপ বা উচ্চারণে কোনো পরিবর্তন ঘটে না এবং মূল সংস্কৃত শব্দের সঙ্গে প্রায় অভিন্ন থাকে।
নারিকেল শব্দটি সরাসরি সংস্কৃত ‘নারিকেল’ থেকেই গৃহীত হয়েছে, তাই এটি একটি তৎসম শব্দ।
মাটি শব্দটি সংস্কৃত ‘মৃৎ’ থেকে পরিবর্তিত হয়ে এসেছে, তাই এটি তদ্ভব।
গ্রাম/গেরাম শব্দটি সংস্কৃত ‘গ্রাম’ থেকে এসেছে, তবে ‘গেরাম’ হলো তার অপভ্রংশ রূপ, তাই এটি তদ্ভব।
চামার শব্দটিও সংস্কৃত ‘চর্মকার’ থেকে পরিবর্তিত হয়ে এসেছে, তাই এটি তদ্ভব।
0
Updated: 12 hours ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
চাঁদ
B
ভবন
C
বাল্তি
D
হরতাল
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে।
কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশিরভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 2 months ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।
0
Updated: 2 months ago
‘অরুন্তুদ’ শব্দের অর্থ-
Created: 2 weeks ago
A
ভয়ংকর
B
মর্মান্তিক
C
রাজকীয়
D
পিপাসিত
0
Updated: 2 weeks ago