কোন গ্রন্থটি William Blake এর লেখা?
A
The Traveller
B
The School Boy
C
The Daffodils
D
All of the above
উত্তরের বিবরণ
“কোন গ্রন্থটি William Blake এর লেখা?” প্রশ্নের সঠিক উত্তর হলো The School Boy, যা উইলিয়াম ব্লেকের লেখা একটি বিখ্যাত কবিতা। এটি তার কাব্যগ্রন্থ ‘Songs of Experience’ (1794) থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে একজন স্কুলছাত্রের দুঃখ, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং শিক্ষাব্যবস্থার কঠোরতার প্রতি কবির প্রতিবাদ প্রকাশ পেয়েছে।
-
William Blake (1757–1827) ছিলেন ইংরেজ কবি, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি কল্পনা ও প্রতীকবাদের জন্য পরিচিত।
-
The Traveller কবিতাটি Oliver Goldsmith-এর লেখা।
-
The Daffodils হলো William Wordsworth-এর বিখ্যাত প্রকৃতিনির্ভর কবিতা।
-
তাই একমাত্র The School Boy-ই Blake-এর রচনা, যেখানে শিশুমনের স্বাধীনতা ও প্রকৃতির আনন্দ ফুটে উঠেছে।
0
Updated: 12 hours ago
He played instead of _______ .
Created: 2 months ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.
0
Updated: 2 months ago
"Rubiyat of Khayyam" is attributed to
Created: 3 weeks ago
A
Edward FitzGerald
B
Scott Fitzgerald
C
Thomas Fitzgerald
D
William Fitzgerald
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক অনন্য কাব্যগ্রন্থ, যা মূলত Edward Fitzgerald-এর রচনা। যদিও এটি পারস্যের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও কবি ওমর খৈয়ামের রুবাই (quatrains) থেকে অনুপ্রাণিত,
এটি সরাসরি অনুবাদ নয়; বরং Fitzgerald মূল ধারণা ও ভাবনাগুলোকে ভিত্তি করে একটি মৌলিক ইংরেজি রূপ দিয়েছেন। এর কাব্যিক ভাষা, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর ভাবনা একে ক্লাসিক মর্যাদায় উন্নীত করেছে।
রচনাটি Edward Fitzgerald কর্তৃক রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
-
এটি ওমর খৈয়ামের রুবাই থেকে প্রেরণা নিয়ে লেখা, তবে পুরোপুরি অনুবাদ নয়; একটি সৃষ্টিশীল adaptation বলা যায়।
-
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের অন্যতম সর্বাধিক উদ্ধৃত lyric poem।
-
এর অনেক বাক্যাংশ ইংরেজি ভাষায় প্রবাদ বা common usage হিসেবে ব্যবহৃত হয়।
-
বইটির ইংরেজি সংস্করণের সঙ্গে যুক্ত রয়েছে “the Astronomer-Poet of Persia” বাক্যটি, যা ওমর খৈয়ামকে নির্দেশ করে।
-
Fitzgerald ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক ছিলেন এবং Trinity College, Cambridge-এ শিক্ষালাভ করেন, যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন William Makepeace Thackeray।
এইসব বৈশিষ্ট্যের কারণে The Rubaiyat of Omar Khayyam কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং পূর্ব ও পশ্চিমের ভাবধারার এক অসাধারণ মেলবন্ধন হিসেবে বিবেচিত।
0
Updated: 3 weeks ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 2 months ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago