‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার কেন?
A
অদ্ভব
B
তৎসম
C
অ-তৎসম
D
সংস্কৃত
উত্তরের বিবরণ
‘জানুয়ারি’ শব্দটি বাংলায় ব্যবহৃত হলেও এর উৎস বিদেশি। এ কারণে এর বানানে হ্রস্ব ই-কার ব্যবহৃত হয়েছে, যা অ-তৎসম শব্দের একটি বৈশিষ্ট্য।
অ-তৎসম শব্দ হলো সেই সব শব্দ, যেগুলো সংস্কৃত ব্যতীত অন্য ভাষা থেকে গ্রহণ করে বাংলার উচ্চারণ ও বানানরীতির সঙ্গে সামঞ্জস্য করা হয়।
‘জানুয়ারি’ শব্দটি এসেছে ইংরেজি ‘January’ থেকে, যা বাংলায় রূপান্তরের সময় স্বাভাবিক উচ্চারণে সহজভাবে লেখা হয়।
তৎসম বা সংস্কৃত শব্দে সাধারণত দীর্ঘ ই-কার ব্যবহৃত হয়, কিন্তু অ-তৎসম শব্দে হ্রস্ব ই-কার ব্যবহৃত হয় উচ্চারণের স্বাভাবিকতার জন্য।
তাই ‘জানুয়ারি’ শব্দে হ্রস্ব ই-কার সঠিক রূপ।
0
Updated: 12 hours ago
কোনটি ইংরেজি শব্দ?
Created: 1 month ago
A
কামিজ
B
পিস্তল
C
পেরেক
D
উইল
ইংরেজি শব্দ: উইল
শ্রেণী: বিশেষ্য
অর্থ: থাবর ও অস্থাবর সম্পত্তির বণ্টনবিষয়ে যে দানপত্র দাতার মৃত্যুর পরে কার্যকর হয়; শেষ ইচ্ছাপত্র
অন্যান্য বিদেশি শব্দ:
-
পর্তুগিজ: পেরেক
-
ফরাসি: পিস্তল
-
ফারসি: কামিজ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'ত্রিনয়ন' শব্দে 'ন' ব্যবহৃত হওয়ার কারণ কী?
Created: 2 months ago
A
এটি তদ্ভব শব্দ
B
এটি দেশি শব্দ
C
এটি সমাসবদ্ধ শব্দ
D
এটি বিদেশি শব্দ
• "ণ-ত্ব বিধান":
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
এখানে:
-
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
-
ঋ, র, ষ এর পরে 'ণ' বসে।
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ হয় না)। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)
0
Updated: 2 months ago
কোনটি যোগরূঢ় শব্দ?
Created: 2 months ago
A
প্রবীণ
B
আদিত্য
C
গায়ক
D
দৌহিত্র
যোগরূঢ় শব্দ
-
সংজ্ঞা: সমাস নিষ্পন্ন হওয়া সত্ত্বেও যেসব শব্দ সম্পূর্ণভাবে তাদের উপপদের অর্থ অনুযায়ী না গিয়ে কোনো বিশেষ অর্থ বহন করে, সেগুলোকে যোগরূঢ় শব্দ বলা হয়।
উদাহরণ:
-
পঙ্কজ (পানি + কজ = পদ্ম)
-
রাজপুত (রাজা + পুত্র = রাজপুত্র, কিন্তু সমাসের মূল অর্থ অনুসারে নয়)
-
মহাযাত্রা
-
জলধি
-
আদিত্য
অন্য ধরণের শব্দ:
-
যৌগিক শব্দ: গায়ক, দৌহিত্র
-
রূঢ়ি শব্দ: প্রবীণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago