শুদ্ধ বানান কোনটি?
A
বিকেন্দ্রিকরণ
B
বীকেন্দ্রিকরণ
C
বীকেন্দ্রীকরণ
D
বিকেন্দ্রীকরণ
উত্তরের বিবরণ
‘বিকেন্দ্রীকরণ’ শব্দটি গঠিত হয়েছে ‘বি’ উপসর্গ, ‘কেন্দ্র’ মূল শব্দ ও ‘ইকরণ’ প্রত্যয় যোগে। এটি কোনো কেন্দ্রীয় ক্ষমতা বা দায়িত্বকে বিভিন্ন স্থানে বণ্টনের ধারণা প্রকাশ করে।
বি উপসর্গ মানে ‘বিচ্যুতি’ বা ‘দূরীকরণ’।
কেন্দ্র মানে মূল স্থান বা কেন্দ্রবিন্দু।
ইকরণ প্রত্যয় যুক্ত হয়ে শব্দটিকে ক্রিয়াবাচক বিশেষ্য করে তোলে।
এইভাবে ‘বিকেন্দ্রীকরণ’ শব্দের অর্থ দাঁড়ায় কেন্দ্র থেকে ক্ষমতা বা দায়িত্বকে বিভিন্ন শাখায় ছড়িয়ে দেওয়া।
অন্যদিকে ‘বীকেন্দ্রিকরণ’ বা ‘বীকেন্দ্রীকরণ’ বানানগুলো ভুল, কারণ এখানে ‘বি’ নয় ‘বী’ ব্যবহার করা হয়েছে, যা মূল শব্দের সঙ্গে সামঞ্জস্যহীন।
0
Updated: 12 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
বাল্মিকী
B
বাল্মীকী
C
বাল্মিকি
D
বাল্মীকি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘বাল্মীকি’ বানানটি শুদ্ধ বলে স্বীকৃত। এটি একটি সংস্কৃত শব্দ, যার গঠনমূলক উৎস ও অর্থ ব্যুৎপত্তিগতভাবে নির্ধারিত হয়েছে।
-
‘বাল্মীকি’ শব্দটি গঠিত হয়েছে বল্মীক + ই যোগে।
-
এটি সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত একটি শব্দ, যা মূলত ব্যুৎপত্তিগত অর্থে ‘পিঁপড়ার ঢিবি’ বা ‘বল্মীক’ থেকে আগত।
-
পরবর্তীকালে এটি রূপান্তরিত হয়ে ‘বাল্মীকি’ আকারে প্রচলিত হয়।
-
এই নাম দ্বারা মূলত রামায়ণের প্রণেতা কবি বাল্মীকি—যিনি আদিকবি হিসেবে পরিচিত—তাঁকেই বোঝানো হয়।
0
Updated: 4 weeks ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।
0
Updated: 3 months ago