“পৃথিবীতে কে কাহার”- ‘পৃথিবীতে’ কোন কারকে কোন বিভক্তি?
A
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
B
অপাদন কারকে ৭মী
C
কর্মকারকে ৭মী
D
কর্মকারকে ৫মী
উত্তরের বিবরণ
‘পৃথিবীতে’ শব্দটি কোনো স্থানের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাই এটি অধিকরণ কারক নির্দেশ করে। অধিকরণ কারক সাধারণত কোথায়, কোথায় আছে, বা কোথায় ঘটে—এই ধরণের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।
-
অধিকরণ কারক সেই কারক যা অবস্থান বা স্থান নির্দেশ করে।
-
শব্দে যুক্ত -এ প্রত্যয়টি এখানে সপ্তমী বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
“পৃথিবীতে কে কাহার” বাক্যে ‘পৃথিবীতে’ দ্বারা বোঝানো হয়েছে “পৃথিবীর মধ্যে” বা “পৃথিবির স্থানে।”
-
অতএব, শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত।
0
Updated: 12 hours ago
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”-বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
কর্মে ষষ্ঠী
B
নিমিতার্থে ষষ্ঠী
C
করণে ষষ্ঠী
D
সম্প্রদানে ষষ্ঠী
ক্রিয়া পদকে কার জন্য, কি জন্য, কার নিমিত্তে প্রভৃতি প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। বাক্যে উদ্দেশ্য থাকবে। কিসের জন্য সংগ্রাম= স্বাধীনতার জন্য সংগ্রাম।
0
Updated: 2 months ago
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্ম কারকে ৭মী
B
অধিকরণ কারকে ৭মী
C
অপাদান কারকে ৭মী
D
করণ কারকে ৭মী
0
Updated: 2 weeks ago
‘অন্ধজনে দেহ আলো।’- বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্মে ৭মী
B
কর্মে ২য়া
C
সম্প্রদানে ৭মী
D
সম্প্রদানে ৪র্থী
অন্ধজনে দেহ আলো। এখানে, অন্ধজনে - সম্প্রদান কারকে সপ্তমী। কারণ, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক। এইজন্য অন্ধজন সম্প্রদান কারক আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সম্প্রদানে ৭মী বিভক্তি।
0
Updated: 1 month ago