কোন বানানটি শুদ্ধ?
A
আদ্যোক্ষর
B
আদ্যক্ষর
C
আধ্যক্ষর
D
আদ্যাক্ষর
উত্তরের বিবরণ
‘আদ্যাক্ষর’ শব্দটি হলো এমন একটি যৌগিক শব্দ যা দুইটি শব্দের সংযোগে গঠিত। এর গঠন ও উচ্চারণের নিয়ম অনুসারে একে শুদ্ধ বানান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আদি অর্থ শুরু বা প্রথম, আর অক্ষর অর্থ বর্ণ।
দুইটি শব্দ একত্রে হয়ে আদ্যাক্ষর মানে দাঁড়ায় “প্রথম অক্ষর” বা “নামের প্রারম্ভিক বর্ণ”।
বাংলা বানানরীতিতে স্বরসন্ধির ফলে “আদি + অক্ষর” → “আদ্যাক্ষর” হয়, যেখানে ‘ই + অ’ মিলে ‘য়া’ হয়।
অন্য বিকল্পগুলোতে যেমন ‘আদ্যোক্ষর’, ‘আদ্যক্ষর’ বা ‘আধ্যক্ষর’— এসব উচ্চারণ ও সন্ধি-নিয়ম অনুযায়ী ভুল।
তাই ব্যাকরণগতভাবে শুদ্ধ বানান হলো ‘আদ্যাক্ষর’।
0
Updated: 13 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 2 months ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 1 month ago
A
কর্ণেল
B
স্বয়ম্বর
C
একান্নবর্তী
D
সুচিষ্মিতা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কিছু শুদ্ধ ও অশুদ্ধ বানানের ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। সঠিক বানান জানা আমাদের সঠিকভাবে লেখালেখি ও উচ্চারণে সহায়তা করে। নিচে উদাহরণ দেওয়া হলো–
-
সঠিক বানান: একান্নবর্তী
-
পদ: বিশেষ্য পদ
-
অর্থ: একসঙ্গে আহার ও বসবাস করে এমন পরিবার, যৌথ পরিবার (joint family)
অশুদ্ধ ও শুদ্ধ বানানের কিছু উদাহরণ:
-
অশুদ্ধ: কর্ণেল → শুদ্ধ: কর্নেল
-
অশুদ্ধ: স্বয়ম্বর → শুদ্ধ: স্বয়ংবর
-
অশুদ্ধ: সুচিষ্মিতা → শুদ্ধ: শুচিস্মিতা
0
Updated: 1 month ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।
0
Updated: 1 month ago