কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
A
৫ জুন
B
১০ জুন
C
২০ জুন
D
২৫ জুন
উত্তরের বিবরণ
২০০১ সাল থেকে জুন মাসের ২০ তারিখ
আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসেবে পালন করা হয় যা ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের
সাধারণ অধিবেশনে অনুমোদিত হয়। শরণার্থীদের অধিকার সুরক্ষায় বড় মাধ্যম হলো ১৯৫১
সালের শরণার্থী কনভেনশন এবং ১৯৬৭ সালের প্রটোকল। কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক
দিবসসমূহ-
|
তারিখ |
দিবস |
তারিখ |
দিবস |
|
৮ মার্চ |
বিশ্ব নারী দিবস |
২৯ মে |
শান্তিরক্ষী দিবস |
|
২৩ মার্চ |
বিশ্ব আবহাওয়া দিবস |
৫ জুন |
বিশ্ব পরিবেশ দিবস |
|
২ এপ্রিল |
বিশ্ব অটিজম দিবস |
৮ সেপ্টেম্বর |
বিশ্ব সাক্ষরতা দিবস |
|
৭
এপ্রিল |
বিশ্ব স্বাস্থ্য দিবস |
১৫ সেপ্টেম্বর |
বিশ্ব গণতন্ত্র দিবস |
|
৫ অক্টোবর |
বিশ্ব শিক্ষক দিবস |
১৬ অক্টোবর |
বিশ্ব খাদ্য দিবস |
|
১ ডিসেম্বর |
বিশ্ব এইডস দিবস |
৯ ডিসেম্বর |
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী/
গণহত্যা দিবস |
|
১০ ডিসেম্বর |
বিশ্ব মানবাধিকার দিবস |
|
|
0
Updated: 15 hours ago
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
Created: 4 months ago
A
৩১ জানুয়ারি
B
৩১ মার্চ
C
৩০ এপ্রিল
D
৩১ মে
বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।
অন্যদিকে,
- ৩১ জানুয়ারি: রাস্তার শিশু দিবস।
- ৩১ মার্চ: জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস।
উৎস: Britannica.
0
Updated: 4 months ago
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
Created: 1 month ago
A
১৫ জুন
B
৩ জুন
C
৫ জুন
D
২ জুন
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়। এটি ১৯৭৪ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথমবার ঘোষণা করা হয় এবং এর মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
• 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন, যা মরুকরণ এবং খরার প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করে।
• 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল, যা পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারকে গুরুত্ব দেয়।
• 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই, বাঘের সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার প্রচারণার অংশ হিসেবে।
• 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর, যা টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা প্রচারের লক্ষ্যে উদযাপিত হয়।
• 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ, যা পানির সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং পানিসংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য।
0
Updated: 1 month ago
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
Created: 1 month ago
A
৫ জুন
B
২২ এপ্রিল
C
৬ জুলাই
D
৫ জুলাই
বিশ্ব পরিবেশ দিবস প্রতিবছর ৫ জুন পালিত হয়। এটি পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি আন্তর্জাতিক দিবস।
২০২৫ সালের প্রতিপাদ্য হলো "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"। নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
-
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
-
জাতিসংঘ এই দিনটিকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে।
-
১৯৬৮ সালে সুইডেন সরকার জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদে একটি চিঠি পাঠায়, যেখানে তারা প্রকৃতি ও পরিবেশ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
-
সেই বছরই জাতিসংঘ সাধারণ অধিবেশনে পরিবেশ রক্ষার বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে।
-
সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন — United Nations Conference on the Environment।
-
এই সম্মেলন থেকেই United Nations Environment Programme (UNEP) গঠিত হয় ১৯৭২ সালের ৫ জুন।
-
১৯৭৩ সালের ৫ জুন প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
UNEP সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
পূর্ণ নাম: United Nations Environment Programme (UNEP)।
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ৫ জুন।
-
সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
-
সদস্য সংখ্যা: ১৯৩টি।
-
প্রধানের পদবী: নির্বাহী পরিচালক (Executive Director)।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
-
UNEP প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের প্রেক্ষিতে, যা পরিবেশ রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
0
Updated: 1 month ago