'পুঁটি মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?
A
অসম্ভব কিপটে
B
সামান্য ত্রুটি
C
ক্ষীণজীবী
D
দীর্ঘজীবী
উত্তরের বিবরণ
‘পুঁটি মাছের প্রাণ’ বাগধারাটি বাংলা ভাষায় অত্যন্ত চিত্রধর্মী একটি রূপক প্রকাশ। এটি সাধারণত এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যার জীবন খুবই দুর্বল, ক্ষণস্থায়ী বা অনিশ্চিত অবস্থায় রয়েছে।
• ‘পুঁটি মাছ’ একটি ছোট আকৃতির মাছ, যা খুব সহজেই মারা যায় বা টিকে থাকতে পারে না।
• এখান থেকে বোঝায় অতি দুর্বল বা ক্ষীণজীবী অবস্থা।
• বাগধারাটি প্রয়োগ করা হয় এমন মানুষ বা প্রাণীর ক্ষেত্রে, যার জীবন বিপন্ন বা নাজুক অবস্থায় রয়েছে।
• এটি কখনও কখনও রোগাক্রান্ত, অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তির জীবন বোঝাতেও ব্যবহৃত হয়।
• বাংলা সাহিত্যে ও কথ্য ভাষায় এ বাগধারা দুর্বল জীবনের প্রতীক হিসেবে প্রচলিত।
তাই “পুঁটি মাছের প্রাণ” বাগধারার অর্থ হলো ক্ষীণজীবী বা দুর্বল প্রাণ।
0
Updated: 12 hours ago
কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
Created: 2 months ago
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি
0
Updated: 2 months ago
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
Created: 1 month ago
A
সুখের পায়রা
B
শরতের শিশির
C
দুধের মাছি
D
নিরেট বোকা
সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি - এই তিনটি বাগধারার অর্থ এক, এবং এর অর্থ - সুসময়ের বন্ধু। অপর দিকে নিরেট বোকা বাগধারাটির মানে অপদার্থ।
0
Updated: 1 month ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 3 months ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।
0
Updated: 3 months ago