‘বঙ্গবাণী' কবিতাটি কে রচনা করেছেন?
A
মহাকবি আলাওল
B
আবদুল হাকিম
C
কায়কোবাদ
D
মাইকেল মধুসূদন দত্ত
উত্তরের বিবরণ
আবদুল হাকিম (১৬২০-১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম মুসলমান কবি।
আবদুল হাকিম প্রধানত রোমান্টিক প্রণয়োপাখ্যানের কবি ছিলেন।
‘বঙ্গবাণী' কবিতাটি কবি আবদুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে।
মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ট বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ।
কবি এই কবিতায় তাঁর গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন।
তাঁর কাব্যগুলো হলো:
- ইউসুফ জোলেখা
- নূরনামা
- দুররে মজলিশ
- লালমোতি সয়ফুলমুলুক
- হানি-ফার লড়াই
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলা সাহিত্য,নবম দশম শ্রেণি ।]
0
Updated: 13 hours ago
'অনল-প্রবাহ' রচনা করেন-
Created: 3 months ago
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
মোজাম্মেল হক
C
এয়াকুব আলী চৌধুরী
D
মুনিরুজ্জামান ইসলামাবাদী
অনল প্রবাহ কাব্য
• মুসলিম জাগরণের উদ্দেশ্যে লেখা কাব্য ‘অনল প্রবাহ’ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। এটি প্রথম প্রকাশিত হয় ১৯০০ সালে।
• এই কাব্যে বলা হয়েছে, যেগুলো অতীতে চলে গেছে সেগুলো নিয়ে শোক করাটা বৃথা, বরং আমাদের জাতির হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করা উচিত। এখানে মুসলমানদের দুরবস্থা এবং ইংরেজদের প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে।
• ‘অনল প্রবাহ’-এর কবিতাগুলোতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’ ও ‘ভারত বিলাপ’ কবিতার প্রভাব দেখা যায়।
• ১৯০৮ সালে (১৩১৫ বঙ্গাব্দে) এই কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায়, যা প্রথম সংস্করণ থেকে বড় ও পরিবর্তিত। প্রথম সংস্করণে মাত্র ৯টি কবিতা ছিল।
• প্রথম সংস্করণের কবিতার নামগুলো হলো: অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, ছাত্রদের প্রতি অভিভাষণ, মরক্কো-সঙ্কট, আমীর-আগমন, দীপনা, আমীর-অভ্যর্থনা।
• বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের পর তখনকার বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং সিরাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
• সিরাজী তখন ফরাসি শাসিত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করেন। পরে আত্মসমর্পণ করলে ব্রিটিশ সরকার তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয় ইংরেজদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর অন্যান্য রচনা
-
উপন্যাস: রায়নন্দিনী, তারাবাঈ, ফিরোজা বেগম
-
প্রবন্ধ: স্বজাতি প্রেম, তুর্কি নারী জীবন, স্পেনীয় মুসলিম সভ্যতা
-
কাব্যগ্রন্থ: অনল প্রবাহ, উচ্ছ্বাস, উদ্বোধন, স্পেন বিজয় কাব্য
-
ভ্রমণ কাহিনী: তুরস্ক ভ্রমণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
‘গুপী গাইন বাঘা বাইন’ - কার রচনা?
Created: 1 month ago
A
সত্যজিৎ রায়
B
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
C
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
D
সুকুমার রায়
• ‘গুপী গাইন বাঘা বাইন’
-
রচয়িতা: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
-
প্রথম প্রকাশ: সন্দেশ পত্রিকায়, ১৯১৫
-
পরবর্তীতে জনপ্রিয়তা লাভ: সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯)
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে তথ্য:
-
জন্ম ও মৃত্যু: ১৮৬৩–১৯১৫
-
বিশেষত্ব: প্রখ্যাত শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী, বাংলা মুদ্রণশিল্পের পথিকৃৎ
-
সাহিত্যচর্চার হাতেখড়ি: ১৮৮৩ সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় প্রথম রচনা প্রকাশ
-
সম্পাদিত পত্রিকা: ১৯১৩ সালে সন্দেশ, আজও কলকাতা থেকে প্রকাশিত
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
ছোটদের রামায়ণ
-
ছোটদের মহাভারত
-
সেকালের কথা
-
মহাভারতের গল্প
-
ছোট্ট রামায়ণ
-
টুনটুনির বই
-
গুপী গাইন বাঘা বাইন
0
Updated: 1 month ago
'কাশবনের কন্যা' কোন প্রকার রচনা?
Created: 2 months ago
A
নাটক
B
উপন্যাস
C
ছোটগল্প
D
কাব্যগ্রন্থ
‘কাশবনের কন্যা’ উপন্যাস
-
শামসুদ্দীন আবুল কালামের রচিত এই উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন ও গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিক ভঙ্গিতে চিত্রিত হয়েছে।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
শামসুদ্দীন আবুল কালাম
-
জন্ম: বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে, ১৯২৬ সালে।
-
প্রকৃত নাম: আবুল কালাম শামসুদ্দীন।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস
-
আল্মগড়ের উপকথা
-
কাশবনের কন্যা
-
কাঞ্চনমালা
-
জায়জঙ্গল
-
সমুদ্র বাসর
-
কাঞ্চনগ্রাম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago