Which of these can be used in both singular and plural contexts?
A
Genus
B
Species
C
Alumni
D
Parentheses
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) Species.
Species - can be used as both singular and plural.
• Species:
Bangla meaning: প্রজাতি।
Example: Over a hundred species of insect are found in this area.
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো
• Parentheses: [plural]
Bangla meaning: বন্ধনী।
Singular form: Parenthesis.
• Alumni: [Plural]
Bangla meaning: প্রাক্তন ছাত্র/ছাত্রী।
Singular form: Alumnus.
• Genus (প্রকার, জাত; শ্রেণি) এর plural হচ্ছে - Genera.

0
Updated: 2 months ago
Can I have ____ salt on my fries, please?
Created: 3 weeks ago
A
few
B
many
C
little
D
some
Complete sentence-এ some ব্যবহারের কারণ হলো, এটি countable বা uncountable noun-এর আগে কিছু পরিমাণ বা সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে salt একটি uncountable noun, তাই এর আগে some ব্যবহার সঠিক।
-
উদাহরণ: Can I have some salt on my fries, please?
-
Bangla meaning: দয়া করে, আমার চায়ের উপর একটু লবণ নিতে পারি কি?
অন্যান্য Determiner-এর ব্যবহার:
-
few – countable noun-এর আগে, 'নেই বললেই চলে' অর্থে।
-
many – countable noun-এর আগে, 'অনেকগুলো' বোঝাতে। উদাহরণ: They need as many soldiers as possible.
-
little – uncountable noun-এর আগে, 'নগণ্য বা যথেষ্ট নয়' বোঝাতে।
উল্লেখ্য: Little এবং few হলো negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের মানে 'নগণ্য বা নেই বললেই চলে'।

0
Updated: 3 weeks ago
Point out the plural number.
Created: 1 month ago
A
Luggage
B
News
C
Cattle
D
Athletics
• Cattle is the Plural Number.
• Number:
কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলা হয়।
• Number দুই প্রকার:
01. Singular Number
02. Plural Number
• Some words that are always Singular:
Mathematics, Advice, Luggage, Furniture, Scenery, News, Ethics, Politics, Athletics, Poetry, Baggage, ইত্যাদি।
• Some words that are always Plural:
Cattle, People, Police, Folk, Swine, Vermin, Gentry, Poultry, ইত্যাদি।
Source: Applied English Grammar and Composition by P. C. Das.

0
Updated: 1 month ago
The plural form of 'Tableau' -
Created: 2 months ago
A
Tableaus
B
Tableauax
C
Tableauxe
D
Both A & C
• Tableau: [singular]
English meaning: an arrangement of people who do not move or speak, especially on a stage, who represent a view of life, an event, etc.
Bangla meaning: বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট।
Plural form: tableaux, tableaus.

0
Updated: 2 months ago