'কুজ্ঝটিকা' শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযােগে গঠিত?
A
জ্ + ঝ
B
ঝ+ ঝ
C
ঝ + জ
D
ঝ + ব
উত্তরের বিবরণ
'কুজ্ঝটিকা' শব্দের যুক্তবর্ণটি জ্ঝ= জ্ + ঝ
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণঃ
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম,
- ষ্ণ = ষ + ণ।
- ঞ্চ = ঞ্ + চ
- ঞ্ছ = ঞ্ + ছ
- ঞ্জ = ঞ্ + জ
[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]
0
Updated: 12 hours ago
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
Created: 2 months ago
A
জ + ঞ
B
ঞ + গ
C
ঞ + জ
D
গ + ঞ
যুক্তবর্ণ ও এর ধরন
বাংলা ভাষায় যুক্তবর্ণ হলো দুটি বা তার বেশি বর্ণের মিলনফল। যেমন, ‘বিজ্ঞান’ শব্দে দেখা যায় – জ + ঞ = জ্ঞ।
যুক্তবর্ণ দুটি ধরনের হয়:
-
স্বচ্ছ যুক্তবর্ণ – সহজে চেনা যায়।
উদাহরণ: ক্ত, জ্জ, জ্ব, ণ্ড, দ্দ, দ্ব, ন্স, প্ট, প্প, ল্ট, শ্চ, ষ্ঠ, স্ফ, স্ট, স্ক ইত্যাদি। -
অস্বচ্ছ যুক্তবর্ণ – সহজে চেনা যায় না, অর্থাৎ বর্ণের প্রকৃত মিলন বোঝা কঠিন।
উদাহরণ:-
ক্ত = ক্ + ত
-
ক্ম = ক্ + ম
-
ক্ষ = ক্ + ষ
-
ক্ষ্ম = ক্ + ষ্ + ম
-
ক্ষ্য = ক্ + ষ্ + য
-
গ্ধ = গ্ + ধ
-
জ্ঞ = জ + ঞ
-
ঞ্জ = ঞ্ + জ
-
হ্ন = হ্ + ন
-
হ্ম = হ্ + ম
ইত্যাদি।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago
নিচের কোনটি শুদ্ধ?
Created: 2 months ago
A
ষ্ণ= ষ + ণ
B
ষ্ণ= ষ + ঞ
C
ষ্ণ= ষ + ন
D
ষ্ণ= ষ + ঙ
যুক্তাক্ষর হলো মিলিত অক্ষর বা সংযুক্ত বর্ণ।
একাধিক বর্ণ এক সঙ্গে যুক্ত করে লিখিত ও উচ্চারিত হওয়াকে যুক্তবর্ণ বলে।
যেমন - ল্ + ল = ল্ল ( আল্লাহ )
ষ্ণ = ষ্ + ণ।
0
Updated: 2 months ago
যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
Created: 2 months ago
A
ষ্ + ণ = ষ্ণ
B
ষ্ + ঞ = ষ্ণ
C
ষ্ + ঙ = ষ্ণ
D
ষ্ + ন = ষ্ণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন:
-
ষ্ + ণ = ষ্ণ
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্ + ছ = ঞ্ছ
-
ঞ্ + চ = ঞ্চ
-
ঞ্ + জ = ঞ্জ
-
জ্ + ঞ = জ্ঞ
0
Updated: 2 months ago