Which one is the incorrect sentence?
A
Fetch some water for me
B
We are united
C
We reached at home yesterday
D
He answered my questions
উত্তরের বিবরণ
“Which one is the incorrect sentence?” প্রশ্নের সঠিক উত্তর হলো We reached at home yesterday, কারণ reach ক্রিয়ার পরে কোনো preposition ব্যবহার করা হয় না। তাই সঠিক বাক্য হবে We reached home yesterday।
-
Reach মানে কোনো স্থানে “পৌঁছানো” এবং এটি একটি transitive verb, যার পরে সরাসরি object আসে, preposition নয়।
-
উদাহরণ: He reached the station on time.
-
Fetch some water for me বাক্যটি সঠিক, এখানে fetch মানে “পানি এনে দাও”।
-
We are united অর্থ “আমরা ঐক্যবদ্ধ” — এটি ব্যাকরণগতভাবে সঠিক।
-
He answered my questions-ও সঠিক, কারণ answer verb-এর পরে কোনো preposition লাগে না।
তাই ভুল বাক্যটি হলো We reached at home yesterday।
0
Updated: 16 hours ago
Error Detection:
One of my friend is going abroad next month.
Created: 1 month ago
A
One
B
of
C
my friend
D
No error
সঠিক উত্তর হলো গ) my friend। বাক্যটির ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
বাক্যে বলা হয়েছে “One of my friend”, যেখানে friend একবচন ব্যবহার করা হয়েছে।
-
সঠিক ব্যবহার: “One of my friends” কারণ “One of” এর পরে সর্বদা plural noun ব্যবহার করা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
Correct: One of my friends is coming to the party.
-
এখানে is singular verb, কারণ মূল বিষয় One singular।
-
-
Bangla অর্থ: বাক্যটি সঠিকভাবে হবে: “আমার বন্ধুদের মধ্যে একজন আসছেন।”
0
Updated: 1 month ago
Which of the following sentences is correct?
Created: 2 months ago
A
She has few sugar in her tea.
B
There is a little orange left.
C
I have a few friends to help me.
D
He drank a few water after the run.
Little, A little, Few, A few
ব্যবহার: এগুলো হলো quantifier determiners, যা কিছু পরিমাণ বা সংখ্যাকে বোঝায়।
| Determiner | Noun Type | Meaning | Example |
|---|---|---|---|
| Little | Uncountable | অল্প, কম | — |
| A little | Uncountable | সামান্য, কিছুটা | There is a little milk left. |
| Few | Countable | অল্প, খুব কম | — |
| A few | Countable | কিছু কিছু, অল্প কয়েকটি | I have a few friends to help me. |
নোট:
-
Little ও Few → negative sense (অল্প বা নেই বললেই চলে)
-
A little ও A few → positive sense (কিছু কিছু বা সামান্য পরিমাণ)
-
Countable noun-এর আগে Few / A few এবং uncountable noun-এর আগে Little / A little বসে।
উদাহরণ বিশ্লেষণ
-
She has few sugar in her tea. ❌
-
Sugar = uncountable noun, কিন্তু few ব্যবহার করা হয়েছে → ভুল
-
-
There is a little orange left. ❌
-
Orange = countable noun, কিন্তু a little ব্যবহার করা হয়েছে → ভুল
-
-
He drank a few water after the run. ❌
-
Water = uncountable noun, কিন্তু a few ব্যবহার করা হয়েছে → ভুল
-
-
I have a few friends to help me. ✅
-
Friends = countable noun, a few ব্যবহার করা হয়েছে → সঠিক
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Question No. 70-72 are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given. 70) To stay healthy, we must plan to have a balanced____.
Created: 3 months ago
A
food
B
diet
C
outlook
D
figure
• Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.
- Bangla meaning: সুস্থ থাকতে হলে আমাদের সুষম খাদ্য খাওয়ার পরিকল্পনা করতে হবে।
• balanced diet - সুষম পথ্য/ খাদ্য।
• বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase -এর ব্যবহার দেখা যায় না।
- তাছাড়া food -এর আগে a বসানো যায় না, diet -এর আগে বসে।
• সুতরাং, উত্তর হবে diet।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
0
Updated: 3 months ago