What is an epic?
A
All of the answers
B
a short poem
C
a long poem
D
a satire
উত্তরের বিবরণ
“What is an epic?” প্রশ্নের সঠিক উত্তর হলো a long poem, কারণ epic হলো এমন একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা যা সাধারণত কোনো বীরের বীরত্বগাঁথা, ঐতিহাসিক ঘটনা বা জাতীয় গৌরবের কাহিনি তুলে ধরে।
-
Epic শব্দটি গ্রিক epos থেকে এসেছে, যার অর্থ “word” বা “story”।
-
এটি সাধারণত ছন্দে লেখা হয় এবং বীর চরিত্র, দেবতা, যুদ্ধ ও নৈতিক মূল্যবোধ নিয়ে রচিত হয়।
-
উদাহরণ: The Iliad ও The Odyssey (by Homer), Paradise Lost (by John Milton) হলো বিখ্যাত epic কবিতা।
-
A short poem ও a satire উভয়ই ভিন্ন ঘরানা; সংক্ষিপ্ত কবিতা বা বিদ্রূপধর্মী কবিতা কখনোই epic হিসেবে গণ্য হয় না।
তাই সঠিক উত্তর হলো a long poem।
0
Updated: 16 hours ago
What is a common theme in Elegy?
Created: 1 month ago
A
Celebration of nature
B
The triumph of love
C
The glory of war
D
The mourning for death
Elegy হলো এক ধরনের গীতিকবিতা, যার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা বা কোনো মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করা। সাধারণত এতে গভীর ভাবগাম্ভীর্য থাকে এবং এটি ধীর ও শোকপূর্ণ সুরে লেখা হয়।
-
সংজ্ঞা: A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called Elegy.
-
এটি প্রিয়জনের মৃত্যুর শোক প্রকাশ দিয়ে শুরু হয়।
-
সাধারণত এর প্রকৃতি meditative এবং স্বরভঙ্গি grave হয়।
-
সমাপ্তিতে বক্তা প্রায়ই সান্ত্বনা ও শান্তনা খোঁজার চেষ্টা করেন।
English literature-এর বিখ্যাত elegy:
-
In Memoriam — Alfred Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
Lycidas (John Milton):
-
এটি একটি শোকগাথা, যা কবি তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজডুবিতে মৃত্যুর প্রেক্ষিতে রচনা করেছিলেন।
অতএব, Elegy কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মৃত্যু, হারানো এবং জীবনের ক্ষণস্থায়ীতার ওপর গভীর দার্শনিক চিন্তাধারার প্রতিফলনও ঘটায়।
Source:
0
Updated: 1 month ago
Who says "Et tu, Brute?" in Shakespeare’s play?
Created: 2 months ago
A
Julius Caesar
B
Macbeth
C
Othello
D
Cassius
Julius Caesar
-
রচনা: William Shakespeare, Historical Play & Tragedy
-
লেখা: 1599–1600, প্রকাশ: 1623 (First Folio)
-
মূল বিষয়: রাজনৈতিক ষড়যন্ত্র ও Caesar-এর হত্যা
-
ঘটনা: Brutus সহ ষড়যন্ত্রকারীরা Caesarকে March-এর Ides-এ হত্যা করে
-
Famous line: "Et tu, Brute?" (“তুমিও, Brutus?”)
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon
-
মোট রচনা: 37 plays, 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Other Famous Quotes
-
"Cowards die many times before their death."
-
"The greatest enemy will hide in the last place you would ever look."
0
Updated: 2 months ago
He soon sickened with busy city life and moved out to the country.
Created: 1 month ago
A
He soon
B
sickened with
C
moved out
D
to the country
• The error is — খ) sickened with
• Correct sentence:
He soon sickened of busy city life and moved out to the country.
-
Bangla: শীঘ্রই তিনি ব্যস্ত নগর জীবনে বিরক্ত হয়ে গ্রামে চলে যান।
• Sicken of [phrasal verb]
-
English Meaning: To lose interest in (something) because one has had too much of it
-
Bangla Meaning: ক্লান্ত বা বিতৃষ্ণ হওয়া
• Other parts:
-
ক) He soon (তিনি শীঘ্রই) — Correct adverbial phrase
-
গ) moved out (ছেড়ে দেওয়া) — Correct phrasal verb
-
ঘ) to the country (গ্রামে) — Correct prepositional phrase
0
Updated: 1 month ago