কাজী নজরুল ইসলামের রচিত গল্প-
A
পদ্মগোখরা
B
পদ্মাপুরাণ
C
পদ্মাবতী
D
পদ্মরাগ
উত্তরের বিবরণ
‘পদ্মগোখরা’ কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত গল্পগ্রন্থ, যেখানে তাঁর মানবপ্রেম, প্রতিবাদী মনোভাব এবং সমাজচেতনা প্রকাশ পেয়েছে। এতে দারিদ্র্য, বৈষম্য ও মানবিকতার মতো বিষয়গুলো বাস্তবধর্মীভাবে ফুটে উঠেছে।
‘পদ্মাপুরাণ’ একটি প্রাচীন ধর্মগ্রন্থ, যা পুরাণসাহিত্যের অন্তর্গত এবং হিন্দুধর্মের আধ্যাত্মিক বিষয় নিয়ে রচিত।
‘পদ্মাবতী’ রচনা করেছেন মালিক মুহম্মদ জায়সী, এটি একটি বিখ্যাত সুফি প্রেমকাব্য, যেখানে পদ্মাবতী ও রতনসেনের কাহিনি বর্ণিত।
‘পদ্মরাগ’ হলো বেগম রোকেয়ার লেখা একটি উপন্যাস, যেখানে নারীজাগরণ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
অতএব, ‘পদ্মগোখরা’ই কাজী নজরুল ইসলামের রচিত গল্প হিসেবে সঠিক উত্তর।
0
Updated: 18 hours ago
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
Created: 1 month ago
A
ব্যথার দান
B
কুহেলিকা
C
মৃত্যু-ক্ষুধা
D
বাঁধন-হারা
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবেও পরিচিত। এটি ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কুহেলিকা
-
মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণীমনসা
-
জিঞ্জির
-
প্রলয় শিখা
-
সন্ধ্যা
0
Updated: 1 month ago
"তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে।" - কে লিখেছেন?
Created: 1 month ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলামের কবিতা ‘জীবন-বন্দনা’-এর এই অংশে কবি জীবনের অদম্য গতি ও যৌবনের অনিঃশেষ উদ্দীপনাকে তুলে ধরেছেন। মানুষের অগ্রযাত্রা যে কখনো থামে না, বরং সে চন্দ্র, মঙ্গল, গ্রহ ও স্বর্গ পর্যন্ত ছুটে চলে—এই ভাবকেই কবি চিত্রিত করেছেন তাঁর কবিতার পংক্তিতে।
‘জীবন-বন্দনা’ কবিতা সম্পর্কিত তথ্য:
-
‘জীবন-বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
-
‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল” এই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে।
‘জীবন-বন্দনা’ কবিতার ভাব:
-
কবি এখানে মানুষের শ্রম, সাহস ও সৃষ্টিশীল শক্তির বন্দনা করেছেন।
-
তিনি সেই সব মানুষকে স্মরণ করেছেন, যারা কঠিন পরিশ্রমে পৃথিবীকে ফলবান করেছে।
-
মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও অগ্রযাত্রাই ধরণিকে করেছে “কুসুমিতা মনোহরা”।
-
কবির ভাষায়, এই জীবনের চলা যেন উল্কার মতো—অবিরাম, অপ্রতিরোধ্য।
-
শেষে তিনি ঘোষণা করেছেন যে, যৌবনের বেগ থামে না—মানবজীবনের উল্লাস অনন্ত, যা চন্দ্র, মঙ্গল ও স্বর্গ পর্যন্ত ছুটে চলে।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
সন্ধ্যা
-
ঝিঙেফুল
-
ফণি-মনসা
-
জিঞ্জিরা
-
প্রলয়শিখা ইত্যাদি
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
যোগাযোগ
B
বাঁধন-হারা
C
ছিন্নপত্র
D
প্রিয়তমাসু
‘বাঁধন-হারা’ হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, রচিত কাজী নজরুল ইসলামের দ্বারা।
উপন্যাস সম্পর্কে তথ্য:
-
রচনার সাল: ১৯২৭
-
প্রথম পত্রোপন্যাস হিসেবে পরিচিত
-
উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে
-
রচনা শুরু হয় কাজী নজরুল ইসলামের করাচী অবস্থানের সময়
-
ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘মোসলেম ভারত’ পত্রিকায়
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ
অন্য সাহিত্যকর্ম:
-
‘বীরাঙ্গনা কাব্য’: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য
-
‘ছিন্নপত্র’: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন
-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: যোগাযোগ
0
Updated: 1 month ago