নিচের কোনটি বিদেশি শব্দ?
A
কান
B
কাজ
C
কাঁচি
D
কলম
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে যেগুলোর উৎস বিভিন্ন ভাষা যেমন আরবি, ফারসি, তুর্কি ইত্যাদি। এখানে ‘কলম’ ও ‘কাঁচি’ শব্দ দুটি বিদেশি উৎস থেকে এসেছে। অন্যদিকে ‘কান’ ও ‘কাজ’ সম্পূর্ণ দেশজ শব্দ।
-
কলম শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ লেখার উপকরণ বা পেন।
-
কাঁচি শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ ছাঁটাই বা কাটা করার যন্ত্র।
-
কান শব্দটি বাংলা দেশজ শব্দ, যা মানুষের শ্রবণ অঙ্গকে নির্দেশ করে।
-
কাজ শব্দটিও দেশজ উৎসের, যা কর্ম বা শ্রম বোঝায়।
অতএব, ‘কলম’ ও ‘কাঁচি’ বিদেশি শব্দ, বাকিগুলো দেশজ।
0
Updated: 19 hours ago
গ্রিক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
তুফান
B
লুঙ্গি
C
কুশন
D
দাম
0
Updated: 2 weeks ago
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
ফারসি
B
আরবি
C
হিন্দি
D
উর্দু
হাঙ্গামা (বিশেষ্য পদ)
মূল শব্দ: ফারসি
অর্থ:
-
মারামারি
-
দাঙ্গা
-
বিপত্তি
-
হট্টগোল
-
বিশৃঙ্খলা
-
জটিলতা
ফারসি ভাষার অন্যান্য প্রচলিত শব্দ:
-
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা
সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
কোনটি তুর্কি শব্দ?
Created: 2 months ago
A
নক্ষত্র
B
তোপ
C
কারখানা
D
নগদ
উৎসভিত্তিক শব্দ উদাহরণ
-
তুর্কি শব্দ: তোপ → বিশেষ্য
-
অর্থ: গোলা ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র; কামান
-
-
ফারসি শব্দ: কারখানা
-
আরবি শব্দ: নগদ
-
সংস্কৃত শব্দ: নক্ষত্র
0
Updated: 2 months ago