A
to finish
B
finished
C
finish
D
finishes
উত্তরের বিবরণ
Complete sentence: He need not finish the work today.
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
ভুল অপশনগুলো:
- to finish — "need" modal হলে "to" লাগে না।
- finished — past participle, যা এখানে ভুল।
- finishes — need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

0
Updated: 4 weeks ago
Dare he speak the truth openly? Here 'dare' is used as -
Created: 4 weeks ago
A
Modal verb
B
Infinitive
C
Linking verb
D
Finite verb
Dare he speak the truth openly? Here 'dare' is used as -Modal verb.
• Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।
Dare he speak the truth openly?
- বাক্যে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
Example:
- I dare not go there. - Modal verb.
- Dare you go there? - Modal verb.
- He dares to go there. (Principal Verb)

0
Updated: 4 weeks ago