We discussed going on a trip next month. - Here 'going' is
A
Gerund
B
Participle
C
Linking verb
D
Finite verb
উত্তরের বিবরণ
We discussed going on a trip next month. - Here 'going' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে।
- এখানে ‘going’ শব্দটি ‘discussed’ ক্রিয়ার object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Gerund হলো একটি verb-এর -ing ফর্ম, যা noun হিসেবে কাজ করে।
- এখানে ‘going’ একটি noun-এর কাজ করছে, কারণ এটি discussed ক্রিয়ার object।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

0
Updated: 4 weeks ago
In the sentence "I enjoy meditating in the morning," what is the word "meditating"?
Created: 5 days ago
A
Gerund
B
Present participle
C
Infinitive
D
Past participle
• The correct answer is: ক) Gerund.
-
Gerund হলো verb + -ing রূপ যা noun হিসেবে কাজ করে।
-
এখানে "meditating" হলো enjoy verb-এর object, তাই এটি একটি noun, অর্থাৎ gerund।
• Other options:
-
খ) Present participle:
-
Present participle ও -ing ফর্ম, কিন্তু এটি adjective হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: The singing bird is beautiful. → এখানে singing bird কে বর্ণনা করছে।
-
কিন্তু প্রশ্নের বাক্যে "meditating" কোনো noun বর্ণনা করছে না; এটি verb-এর object, অর্থাৎ noun। তাই এটি present participle নয়।
-
-
গ) Infinitive:
-
Infinitive হলো to + verb → যেমন: to sing, to eat
-
"meditating" এ to নেই এবং এটি -ing ফর্ম, তাই এটি infinitive হতে পারে না।
-
-
ঘ) Past participle:
-
Past participle সাধারণত verb-এর past form → যেমন: sung, eaten, broken
-
Past participle কখনোই -ing ফর্মে হয় না।
-
"meditating" present form + ing, তাই এটি past participle নয়।
-
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
Created: 4 weeks ago
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of - Gerund.
- এখানে ‘Swimming’ বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
- ‘Swimming’ এখানে verb-এর -ing ফর্ম, কিন্তু এটি কোনো কাজ করছে না, বরং subject হিসেবে noun এর কাজ করছে।
- Verb-এর এই ধরনের noun রূপকে Gerund বলা হয়।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.
- Gerunds don’t describe action—they act as nouns.

0
Updated: 4 weeks ago
Traveling broadens my horizons.
Here 'Traveling' is-
Created: 1 week ago
A
Gerund
B
Participle
C
Infinitive
D
Preposition Phrase
Sentence:
Traveling broadens my horizons.
-
Traveling → Gerund
Gerund:
-
Verb + -ing যা noun-এর কাজ করে।
-
এখানে Traveling কাজ বা ক্রিয়া নয়, বরং subject হিসাবে ব্যবহৃত হয়েছে।
-
অর্থাৎ hobby বা activity বোঝাচ্ছে।
Uses of Gerund:
-
Subject / Object
-
Object of Preposition
-
Nominative Absolute
-
Part of Compound Noun
Examples:
-
Swimming keeps me healthy. → Swimming = Gerund
-
Painting calms my mind. → Painting = Gerund
Quick Tip:
-
Gerund = verb + ing acting as a noun.

0
Updated: 1 week ago