‘জরা’ এর বিপরীতার্থক শব্দ-
A
জীবন
B
মৃত্যু
C
যৌবন
D
পতিত
উত্তরের বিবরণ
‘জরা’ শব্দটি বার্ধক্য বা বৃদ্ধাবস্থাকে বোঝায়, যা জীবনের শেষ পর্যায়ের প্রতীক। এর বিপরীত ধাপ হলো যৌবন, যেখানে প্রাণশক্তি, উদ্যম ও তারুণ্য প্রবল থাকে। তাই ‘জরা’-এর বিপরীতার্থক শব্দ সঠিকভাবে ‘যৌবন’।
-
‘জরা’ শব্দের অর্থ বার্ধক্য, ক্ষয় বা বৃদ্ধ অবস্থা।
-
এটি সাধারণত জীবনের শেষ দিক নির্দেশ করে, যখন শক্তি ও সৌন্দর্য কমে যায়।
-
অপরদিকে ‘যৌবন’ জীবনের উচ্ছল, সতেজ ও প্রাণবন্ত সময়কে বোঝায়।
-
যৌবন এবং জরা পরস্পর বিপরীত ধারণা প্রকাশ করে—একটি শুরু ও বিকাশের প্রতীক, অন্যটি ক্ষয় ও অবসানের।
-
সাহিত্য ও দর্শনে এই দুটি শব্দ মানবজীবনের চক্র বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 19 hours ago
বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 3 months ago
A
বন্ধুর
B
অসম
C
সুষম
D
ঋজু
0
Updated: 3 months ago
৫) 'গ্রাহ্য' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অনাগ্রাহ্য
B
অগ্রহ্য
C
অবগ্রহ্য
D
অগ্রাহ্য
বিপরীতার্থক শব্দ (Antonyms)
-
গ্রাহ্য – অগ্রাহ্য
-
উন্মীলন – নীমীলন
-
করাল – সোম্য
-
ঐহিক – পারত্রিক
-
উপরোধ – অনুরোধ
-
তস্কর – সাধু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
‘খাতক’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
প্রসারণ
B
চেতন
C
মহাজন
D
উত্তমর্ণ
খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। খাতক /বিশেষ্য পদ/ দেনাদার, ঋণী।
আরো কিছু বিপরিত শব্দ: প্রাচ্য=পাশ্চাত্য সন্ধি=বিগ্রহ আর্বিভাব=তিরোভাব প্রসন্ন=বিষণ্ন প্রারম্ভ=শেষ বিপন্ন=নিরাপদ
0
Updated: 1 month ago