জি-৭ এর একমাত্র এশীয় দেশ-
A
কোরিয়া
B
জাপান
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
G-7 বা Group of Seven হলো বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও শিল্পোন্নত দেশগুলোর একটি অর্থনৈতিক সংগঠন, যা আন্তর্জাতিক অর্থনীতি, রাজনীতি ও বাণিজ্য বিষয়ে সমন্বয় সাধনের জন্য কাজ করে।
-
১৯৭৫ সালে এই জোটের যাত্রা শুরু হয় ৬টি দেশ নিয়ে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান।
-
পরবর্তীতে কানাডা যুক্ত হয়ে এটি G-7 নামে পরিচিত হয়।
-
রাশিয়া ১৯৯৭ সালে যোগ দিয়ে এটিকে G-8 এ রূপ দেয়, কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়া দখল সংকটের কারণে রাশিয়াকে জোট থেকে বহিষ্কার করা হয়।
-
বর্তমানে এই সংগঠনের সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান।
-
জোটটির একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
-
G-7 মূলত বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ, জ্বালানি ও নিরাপত্তা বিষয়ক নীতি সমন্বয়ে কাজ করে।
-
এর বার্ষিক সম্মেলনকে G-7 Summit বলা হয়, যেখানে সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা অংশগ্রহণ করেন।
0
Updated: 22 hours ago
জাপানের আইনসভার নাম কী?
Created: 2 months ago
A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Created: 18 hours ago
A
চীন
B
রাশিয়া
C
জাপান
D
যুক্তরাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (Security Council) হলো সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এই পরিষদের মোট ১৫টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫টি স্থায়ী (Permanent) সদস্য এবং ১০টি অস্থায়ী (Non-permanent) সদস্য।
স্থায়ী সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এরা প্রত্যেকেই ভেটো (Veto) দেওয়ার ক্ষমতা রাখে, যার মাধ্যমে কোনো প্রস্তাব তারা এককভাবে বাতিল করতে পারে। অপরদিকে জাপান কখনোই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়; তবে এটি বহুবার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এবং জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই প্রশ্নটির সঠিক উত্তর ‘জাপান’, কারণ এটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
0
Updated: 18 hours ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 1 month ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago