A
He had been hunged for murder
B
He has been hunged for murder
C
He was hanged for murder
D
He was hunged of murder
উত্তরের বিবরণ
• সঠিক বাক্যটি হচ্ছে - He was hanged for murder.
• Hang (verb) - ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া।
- এই অর্থে এর past tense, past participle form hanged হবে।
- যেমন:
- He was hanged for murder - খুনের দায়ে ফাঁসি হয়েছে;
- He hanged himself - ফাঁস নিয়ে মরেছে।
• Hang (verb)- ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা:
- এই অর্থে এর past tense, past participle form হবে Hung.
- hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains.

0
Updated: 2 months ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 1 day ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 day ago
What does the idiom "take someone to task" mean?
Created: 4 days ago
A
To give someone a task to do
B
To praise someone for his task
C
To rebuke someone
D
To appoint someone
সঠিক উত্তর: গ) কাউকে তিরস্কার করা।
Take someone to task
English Meaning: কারো কোনো ভুল কাজের জন্য তাকে কঠোরভাবে সমালোচনা করা বা রাগভরে কথা বলা।
Bangla Meaning: তিরস্কার করা বা কড়া ভাষায় ভর্ৎসনা করা।
উদাহরণ:
English: He was taken to task for negligence of duty.
Bangla: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।
অপশন বিশ্লেষণ:
-
ক) কাউকে কোনো কাজ দেওয়া → To give someone a task.
-
খ) কাউকে তার কাজের জন্য প্রশংসা করা → To praise someone for his task.
-
গ) কাউকে তিরস্কার করা → To rebuke someone. ✅
-
ঘ) কাউকে নিয়োগ দেওয়া → To appoint someone.
সবগুলো অপশন ও অর্থ বিবেচনায় দেখা যায়, ‘Take someone to task’-এর অর্থ সবচেয়ে ভালোভাবে বোঝায় → গ) কাউকে তিরস্কার করা।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 4 days ago
Select the correct sentence.
Created: 1 day ago
A
The man was tall who stole my bag.
B
The man stole my bag who was tall.
C
The man who stole my bag was tall.
D
The man was tall who is stealing tall my bag.
• The correct sentence is - The man who stole my bag was tall.
• Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে।
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
• Example:
- The man who said that was a fool.

0
Updated: 1 day ago