জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত-
A
নিউইয়র্ক
B
টোকিও
C
রোম
D
কোস্টারিকা
উত্তরের বিবরণ
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর, জাপানের টোকিও শহরে। এটি জাতিসংঘের অধীনে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক শান্তি, উন্নয়ন এবং মানবকল্যাণের জন্য গবেষণা ও উচ্চশিক্ষার প্রসার। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ১৯৭৬ সালে কার্যক্রম শুরু করে।
-
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো গবেষণা, প্রশিক্ষণ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে জাতিসংঘের লক্ষ্য অর্জনে সহায়তা করা।
-
এটি জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করে।
-
কোস্টারিকায় অবস্থিত জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (United Nations University for Peace) প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে, যা আন্তর্জাতিক শান্তি ও সংঘাত নিরসন বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র।
-
সার্ক বিশ্ববিদ্যালয় (SAARC University) প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে, ভারতের নয়াদিল্লিতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জ্ঞান-বিনিময়ের উদ্দেশ্যে।
-
এই তিনটি বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিশ্বশান্তি ও মানব উন্নয়নে অবদান রাখছে।
0
Updated: 22 hours ago
জাতিসংঘের সিডও (Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?
Created: 4 months ago
A
সালামা সোবহান
B
সালমা খান
C
নাজমা চৌধুরী
D
হামিদা হোসেন
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) হলো নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি ঐতিহাসিক সনদ। এটি নারী অধিকার সংরক্ষণে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
গৃহীত ও কার্যকর হওয়ার তারিখ:
-
গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯
-
কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১
গঠন ও কাঠামো:
-
পরিচ্ছেদ (Parts): ৬টি
-
ধারা (Articles): মোট ৩০টি
-
কমিটি সদস্য সংখ্যা: ২৩ জন আন্তর্জাতিক নারী অধিকার বিশেষজ্ঞ
বাংলাদেশ ও CEDAW:
-
বাংলাদেশ এই সনদ অনুমোদন করে: ৪ নভেম্বর, ১৯৮৪
-
বাংলাদেশি প্রথম সদস্য: সালমা খান
-
দ্বিতীয় সদস্য: ফেরদৌস আরা বেগম
👩⚖️ বর্তমান নেতৃত্ব:
-
চেয়ারপারসন (২০২৪ অনুযায়ী): আনা পেলেজ নারভেজ
CEDAW-এর লক্ষ্য ও উদ্দেশ্য:
-
গৃহস্থালি নির্যাতন রোধ
-
নারীর প্রজনন অধিকার রক্ষা
-
রাজনৈতিক ও আইনগত অধিকারে সমতা
-
নারীদের প্রতি সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণ
বিশেষ দিন:
-
৩ সেপ্টেম্বর: আন্তর্জাতিক CEDAW দিবস হিসেবে পালিত হয়
🔗 উল্লেখ্য, এই সনদটি জাতিসংঘের একটি অগ্রণী পদক্ষেপ যা বৈশ্বিকভাবে নারী-পুরুষ সমতার ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক তথ্য জানতে বিশ্বসংশ্লিষ্ট সংবাদ মাধ্যম, ইউএন ওয়েবসাইট ও Live MCQ প্যানেলের সহায়তা নিতে অনুরোধ করা হচ্ছে।
0
Updated: 4 months ago
প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
Created: 1 month ago
A
সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার
B
অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
C
আগস্ট মাসের শেষ সােমবার (ভুল উত্তর ব্যাখ্যা দেখুন)
D
অক্টোবর মাসের প্রথম সােমবার
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার শুরু হয়। এই অধিবেশনটি গণনা করা হয় সেই প্রথম সপ্তাহ থেকে যেখানে অন্তত একটি কার্যদিবস থাকে।
-
সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে ভোটাধিকার প্রত্যেকের একটি করে।
-
সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
-
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে।
-
সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
-
বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি হলেন তুরস্কের ভলকান বজকির।
0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন অঞ্চলকে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
উইঘুর রাজ্য
B
গাজা উপত্যকা
C
আরাকান রাজ্য
D
কিশনগড় উপত্যকা
গাজা উপত্যকাকে বর্তমানে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। এখানে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং চরম দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
-
প্রায় ২৩ লাখ মানুষ এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যা এক মারাত্মক মানবিক সংকটের ইঙ্গিত দেয়।
-
মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিয়েছে।
-
খাবার, ওষুধ, পানি ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহে ইসরাইলি নিষেধাজ্ঞা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক চাহিদা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে।
-
সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, যা সহায়তা সংকটকে আরও তীব্র করেছে।
0
Updated: 1 month ago