নিম্নের বাক্যগুলোর কোনটি শুদ্ধ?
A
You came late today
B
You have come late today
C
You had come late today
D
You come late today
উত্তরের বিবরণ
বাক্যটি “You have come late today” সত্যিই Present Perfect Tense-এর নিয়মানুসারে গঠিত হয়েছে এবং এটি একটি শুদ্ধ বাক্য। এখানে কর্মটি অতীতে সম্পন্ন হলেও এর প্রভাব বর্তমান পর্যন্ত বিদ্যমান।
-
Structure: Subject + have/has + past participle (V3) + object/adverb.
-
এখানে Subject = You, Auxiliary verb = have, Main verb = come (V3 form of come), এবং Adverb = late today।
-
Present Perfect Tense ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতে ঘটেছে কিন্তু তার ফল বা প্রভাব বর্তমানেও রয়েছে।
-
উদাহরণ:
-
I have finished my homework. (এখন কাজটি সম্পন্ন হয়েছে, প্রভাব বর্তমানেও আছে)
-
He has gone to school. (সে গিয়েছে এবং এখনো স্কুলেই আছে)
-
-
একইভাবে You have come late today বোঝাচ্ছে যে তুমি আজ দেরিতে এসেছ, এবং এই ঘটনার প্রভাব এখনো বিদ্যমান।
-
তাই বাক্যটি গঠন, অর্থ এবং কাল—সব দিক থেকেই সঠিক।
0
Updated: 23 hours ago
Which one is the correct sentence?
Created: 6 days ago
A
He is boast of his wealth
B
He is proud on his wealth
C
He boasts of his wealth
D
He is boastful in his wealth
“Boast” শব্দটি ইংরেজিতে একটি verb, যার অর্থ হলো নিজের কোনো গুণ, অর্জন বা সম্পদ নিয়ে অহংকারীভাবে কথা বলা। যখন আমরা বলি “He boasts of his wealth”, এটি বোঝায় যে সে তার ধনসম্পদ নিয়ে গর্বের সঙ্গে বা অহংকারের সঙ্গে কথা বলছে। ইংরেজিতে “boast” ক্রিয়ার সাথে সাধারণত “of” preposition ব্যবহার হয়, কারণ এটি নির্দেশ করে যে গর্ব বা অহংকারের বিষয়টি ঠিক কী।
বিস্তারিতভাবে বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আকারে আলোচনা করা হলো:
-
Boast + of + noun/ pronoun:
“Boast” ক্রিয়ার সাথে “of” প্রিপোজিশন ব্যবহার করলে বোঝায় যে কেউ কোনো বিষয় নিয়ে অহংকার করছে। উদাহরণ:-
He boasts of his achievements.
(সে তার অর্জন নিয়ে গর্ব করে।) -
She boasts of her intelligence.
(সে তার বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করে।)
-
-
বাক্য গঠন বিশ্লেষণ:
-
Subject: He → বাক্যের কর্তা বা কর্মরত ব্যক্তি।
-
Verb: boasts → ক্রিয়া যা কাজ বা কার্যাবলী প্রকাশ করছে।
-
Preposition + Object: of his wealth → এখানে “his wealth” হলো সেই বিষয় যা নিয়ে অহংকার প্রকাশ করা হচ্ছে।
-
-
Preposition “of” কেন ব্যবহার হয়:
অনেক ক্রিয়ার সাথে নির্দিষ্ট preposition যুক্ত থাকে। “Boast” ক্রিয়ার ক্ষেত্রে “of” ব্যতীত বাক্য অসম্পূর্ণ বা অgrammatical মনে হবে।-
ভুল উদাহরণ: He boasts his wealth → ইংরেজিতে এটি formal writing এ ভুল।
-
সঠিক উদাহরণ: He boasts of his wealth → সম্পূর্ণ ও সঠিক।
-
-
“Wealth” শব্দের ব্যাখ্যা:
-
Wealth অর্থ সম্পদ, ধন-সম্পদ বা অর্থনৈতিক সম্পদ।
-
এটি noun এবং sentence-এ “of” preposition-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এখানে দেখা যায় যে subject (He) তার object (wealth) নিয়ে boast করছে।
-
-
Usage in real-life sentences:
-
People often boast of their wealth on social media.
(মানুষ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পদ নিয়ে গর্ব করে।) -
He boasts of his new car and big house.
(সে তার নতুন গাড়ি এবং বড় বাড়ি নিয়ে গর্ব করে।) -
She boasts of her academic success.
(সে তার শিক্ষাগত সফলতা নিয়ে গর্ব করে।)
-
-
Grammar tip:
-
“Boast” + of + noun/ pronoun সবসময় singular বা plural noun হতে পারে।
-
Verb agreement: subject অনুযায়ী “boasts” (He/She/It) এবং “boast” (I/They/We) ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He boasts of his wealth. (সঠিক)
-
They boast of their achievements. (সঠিক)
-
-
-
Meaning nuance:
-
“Boast of” implies pride or showing off।
-
এটি সাধারণভাবে অহংকারী বা গর্ব প্রকাশের অর্থ বোঝায়।
-
তবে এটি কখনো কখনো neutral বা positive context-এও ব্যবহার হতে পারে।
-
-
Exam perspective:
-
অনেকবার preposition error, subject-verb agreement, বা verb-object mismatch প্রশ্নে আসে।
-
এই বাক্যটি formal এবং grammatically correct, তাই exam-ready।
-
পরীক্ষা হলে তুমি সহজেই লিখতে পারবে, কারণ structure পরিষ্কার:
-
Subject → Verb → Preposition → Object
-
-
-
Sentence importance:
-
এটি student-friendly উদাহরণ।
-
Preposition “of” এর ব্যবহার স্পষ্ট বোঝায়।
-
Verb “boast” এবং noun “wealth” এর সম্পর্ক বোঝায়।
-
Formal writing বা communication-এ এটি standard usage।
-
0
Updated: 4 days ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
Neither Pavel nor his friends was to blame.
B
Neither Pavel nor his friends are to blamed.
C
Neither Pavel nor his friends is to be blamed.
D
Neither Pavel nor his friends are to be blamed.
ঘ) Neither Pavel nor his friends are to be blamed।
-
Neither … nor দিয়ে দুটি Noun বা Pronoun যুক্ত হলে verb সর্বদা nor-এর পরে থাকা noun/pronoun অনুযায়ী বসে।
-
প্রশ্নে শেষের noun হলো his friends, যা plural, তাই verb হবে are।
-
বাক্যটি Passive structure হওয়ায় verb-এর সঙ্গে to be blamed ব্যবহার করা হয়েছে।
-
উদাহরণ:
-
[Either/neither] + singular noun + [or/nor] + singular noun → singular verb
-
Neither the salesmen nor the marketing manager is in favor of the system।
-
-
[Either/neither] + singular/plural noun + [or/nor] + plural noun → plural verb
-
Neither Arif nor his friends are going to the beach today।
-
-
0
Updated: 1 month ago
What is the synonym of 'Jovial'?
Created: 5 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।
0
Updated: 5 months ago