What is the meaning of 'Null and void'?
A
অকেজো
B
বৃথা
C
ধ্বংস করা
D
অজ্ঞ
উত্তরের বিবরণ
“Null and Void” শব্দযুগলের বাংলা অর্থ হলো ‘বাতিল’ বা ‘অকেজো’। এটি সাধারণত আইন বা চুক্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন কোনো দলিল, চুক্তি বা সিদ্ধান্তের আইনগত বৈধতা থাকে না।
-
Null অর্থ অকার্যকর, অর্থাৎ যার কোনো আইনগত মূল্য নেই।
-
Void অর্থ শূন্য বা বাতিল, অর্থাৎ যা কার্যকর নয়।
-
দুটি শব্দ একসঙ্গে ব্যবহার করলে তা জোরালোভাবে বোঝায় যে কোনো কিছু সম্পূর্ণভাবে অবৈধ বা অকেজো হয়ে গেছে।
-
উদাহরণ: The agreement was declared null and void by the court — আদালত চুক্তিটিকে বাতিল ঘোষণা করেছে।
-
এটি প্রায়ই আইনি দলিল, ব্যবসায়িক চুক্তি, বা সরকারি সিদ্ধান্তে ব্যবহৃত হয়।
0
Updated: 23 hours ago
The word 'plurality' means-
Created: 5 months ago
A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago
The word “Tenacious” means –
Created: 2 months ago
A
Weak and fragile
B
Firm and persistent
C
Temporary and short-lived
D
Careless and negligent
Tenacious (adjective)
English Meaning: Holding tightly onto something, or keeping an opinion in a determined way.
Bangla Meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Example Sentences:
The baby took my finger in its tenacious little fist.
There has been tenacious local opposition to the new airport.
Source: Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
What is the meaning of the word 'melee'?
Created: 1 month ago
A
Filled with or covered by mist
B
A large noisy uncontrolled crowd
C
Being willing to obey
D
Not clear or easy to see
Melee একটি Noun বা বিশেষ্য। এটি বোঝায় একটি বড়, শোরগোলপূর্ণ এবং নিয়ন্ত্রণহীন ভিড়, যেখানে মানুষ বিভিন্ন দিক থেকে চলাচল করছে এবং কখনও কখনও একে অপরের সঙ্গে লড়াই করছে।
-
বাংলা অর্থ: এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।
-
সমার্থক শব্দ:
-
Scuffle (হাতাহাতি করা; মারপিট করা)
-
Rumpus (গোলমাল; হৈচৈ; কোলাহল)
-
Scrap (মারামারি; ঝগড়াঝাঁটি)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Pacification (শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা)
-
Reconciliation (সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা)
-
Appeasement (শান্ত বা প্রশমিতকরণ)
-
0
Updated: 1 month ago