Fill in the blank with appropriate words: We _______ the boy not to run in the sun.
A
advised
B
will advise
C
shall advised
D
advise
উত্তরের বিবরণ
বাক্যটিতে Universal truth (চিরন্তন সত্য) বা Habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝানো হয়েছে, তাই এটি Present Indefinite Tense-এ হবে। Present Indefinite tense-এ ক্রিয়ার মূল রূপ (base form) ব্যবহৃত হয়। সেই অনুযায়ী সঠিক উত্তর হবে “advise”।
-
Universal truth বা Habitual fact বোঝাতে Present Indefinite tense ব্যবহৃত হয়, যেমন:
-
The sun rises in the east.
-
Teachers advise students.
-
-
এখানে advise একটি main verb, যার অর্থ পরামর্শ দেওয়া।
-
যদি subject plural হয় (যেমন teachers, parents), তবে verb-এর শেষে s যোগ হয় না।
-
কিন্তু singular subject হলে (যেমন he, she, a teacher), তখন verb-এর শেষে s যোগ হয়: He advises his students.
-
সুতরাং, যখন বাক্যে সাধারণ সত্য, অভ্যাস বা নিয়মিত ঘটনা বোঝায়, তখন Present Indefinite tense প্রয়োগ করতে হয় এবং advise-ই সঠিক রূপ।
0
Updated: 23 hours ago
The ___ of the area are demising.
Created: 1 month ago
A
seismic
B
visage
C
harrowing
D
fauna
Complete sentence: The fauna of the area are demising। "Fauna" হলো কোনো নির্দিষ্ট এলাকা বা সময়ে বাস করা সব প্রানীজগতকে বোঝায়। এটি সাধারণত পরিবেশ বা জীববৈচিত্র্য নিয়ে আলোচনায় ব্যবহৃত হয়।
-
Fauna (noun)
-
English Meaning: All the animals living in an area or in a particular period of history
-
Bangla Meaning: (Plural faunas) কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের প্রাণিকুল
-
Synonyms: Animal life (প্রাণীজগত), Animals (পশু পাখী), Wildlife (প্রাণীকূল), Creatures (সৃষ্ট জীব), Beasts (জানোয়ার)
-
Antonyms: Human (মানুষ), Plants (উদ্ভিদ), Human being, Man, Homo sapiens (বুদ্ধিমান প্রাণী)
-
Other Forms: Faunal (adjective)
-
Example Sentences:
-
A freshwater biome is a large community of flora and fauna that live in water
-
The distinction between residents and transient species is not clear for all components of the fauna
-
-
-
Other options for comparison:
-
Seismic
-
English Meaning: Connected with or caused by earthquakes; having a very great effect
-
Bangla Meaning: ভূকম্পনঘটিত
-
-
Visage (noun)
-
English Meaning: A person’s face
-
Bangla Meaning: (সাহিত্যিক) মুখমণ্ডল; মুখাবয়ব
-
-
Harrowing (adjective)
-
English Meaning: Making you feel very upset because you are very shocked or frightened; extremely painful
-
Bangla Meaning: মর্মভেদী, চরম দূর্দশাপূর্ণ
-
-
0
Updated: 1 month ago
He left early so that he ______ catch the bus.
Created: 1 month ago
A
can
B
could
C
must have
D
might
Complete sentence: He left early so that he could catch the bus.
-
Bangla meaning: সে আগেই বেরিয়েছিল যাতে সময়মতো বাস ধরতে পারে।
• So that: in order that (clause of purpose এর প্রারম্ভিক):
-
উদ্দেশ্য বোঝাতে আমরা so that এবং in order that ব্যবহার করি।
-
এগুলো প্রায়ই modal verbs (can, would, will ইত্যাদি) এর সাথে বসে।
-
উদ্দেশ্য প্রকাশে so that এবং in order that বসে এবং এর পরে can, would, will ইত্যাদি modal verb আসে।
-
"So that" বেশি প্রচলিত, আর "in order that" অফিসিয়াল বা লেখালেখিতে বেশি ব্যবহৃত হয়।
-
Main clause এর verb "left" past tense এ থাকায় can এর পরিবর্তে could ব্যবহৃত হয়েছে।
• অন্যান্য অপশন:
-
can (present form) – অনুমান বা বর্তমান সম্ভাবনা বোঝায়, past tense main clause এর জন্য উপযুক্ত নয়।
-
must have (past participle form) – উদ্দেশ্য প্রকাশ করে না।
-
might – অতীতে অনুমতি, স্বাধীনতা, সম্ভাবনা বা সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু প্রদত্ত বাক্যে নিশ্চিত উদ্দেশ্য বোঝানো হয়েছে।
0
Updated: 1 month ago
Everybody should ____ their old parents.
Created: 1 week ago
A
look at
B
look after
C
look over
D
none
"Everybody should look after their old parents." এর মানে হলো, সবাই তাদের বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া উচিত।
এখানে "look after" ফ্রেজটি ব্যবহৃত হয়েছে, যা "যত্ন নেওয়া" বা "সতর্কভাবে দেখা" অর্থে ব্যবহৃত হয়। বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়ার ক্ষেত্রে এটি সঠিক ব্যবহার।
-
"Look at" সাধারণত কিছু দেখার জন্য ব্যবহৃত হয়।
-
"Look over" মানে হলো কোনো কিছু পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা।
-
"None" অর্থাৎ কোনটাই ঠিক নয়, তবে এখানে "look after" উপযুক্ত।
সুতরাং, সঠিক উত্তর হলো "look after"।
উ. খ) look after
0
Updated: 1 week ago