Education should teach all to ________।.
A
oil one's tongue
B
oil your own machine
C
oil the car
D
oil the wheel
উত্তরের বিবরণ
উ. খ) oil your own machine
শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে নিজের দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী উন্নত করে তোলা। তাই “oil your own machine” অর্থাৎ নিজের যোগ্যতা ও প্রতিভাকে বিকশিত করা—এই বাক্যাংশই এখানে সবচেয়ে উপযুক্ত।
-
oil your own machine মানে নিজের কাজের মান বাড়াতে এবং নিজের সামর্থ্যকে কার্যকর করতে সচেষ্ট হওয়া।
-
অন্য বিকল্পগুলো যেমন oil one's tongue, oil the car, এবং oil the wheel – এসব বাক্যাংশ এই প্রসঙ্গে অর্থবোধক নয়, কারণ এগুলো বাস্তব বস্তু বা অন্যরকম রূপক বোঝায়।
-
“Education should teach all to oil your own machine” অর্থ দাঁড়ায় — শিক্ষা মানুষকে এমনভাবে গড়ে তুলবে যেন তারা নিজেদের মেধা, শ্রম ও চিন্তাশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে।
0
Updated: 23 hours ago
As I was new to the place, I ______.
Created: 1 month ago
A
felt like a fish in water
B
felt like a fish in the water
C
felt like a fish out of water
D
felt like a fish on water
সম্পূর্ণ বাক্য: As I was new to the place, I felt like a fish out of water.
শব্দগুচ্ছ (Idiom): A fish out of water
ইংরেজি অর্থ: Someone who is uncomfortable in a specific situation. (কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে অস্বস্তি বোধ করা ব্যক্তি।)
বাংলা অর্থ: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
উদাহরণ বাক্য: I felt like a fish out of water at my new school. বাংলা অর্থ: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।
ব্যাখ্যা: "Fish out of water" বাগধারার অর্থ হলো একেবারেই অস্বস্তিকর বা অচেনা পরিবেশে থাকা। যেহেতু বক্তা উল্লেখ করেছেন যে তিনি নতুন জায়গায় এসেছেন, তাই স্বাভাবিকভাবেই তিনি নিজেকে "a fish out of water" মনে করছেন।
প্রশ্নটি যেহেতু একটি বাগধারার উপর ভিত্তি করে করা হয়েছে, তাই এই প্রসঙ্গে অন্য কোনো বিকল্প অপ্রাসঙ্গিক।
0
Updated: 1 month ago
The company’s profits dropped due _______ increased competition.
Created: 2 months ago
A
to
B
on
C
in
D
of
• Complete Sentence: The company’s profits dropped due to increased competition.
-
Bangla Meaning: কোম্পানির মুনাফা বেড়ে যাওয়া প্রতিযোগিতার কারণে কমে গেছে।
• due to (phrase with due + preposition to)
-
English Meaning: because of; caused by
-
Bangla Meaning: এর কারণে; দ্বারা
-
"এর কারণে" বোঝাতে due এর সঙ্গে preposition to সাধারণত ব্যবহার করা হয়।
Example Sentences:
-
The event was canceled due to heavy rain.
-
He missed the meeting due to traffic jam.
Note: এখানে due to মূলত noun phrase-এর কারণে ঘটনার কারণ নির্দেশ করছে।
0
Updated: 2 months ago
The committee reached a ________ decision to sanction the ________ member, hoping to ________ a more cooperative environment in future meetings.
Created: 2 months ago
A
unamimous, contemacius, facillitate
B
unanimous, contumacious, facilitate
C
unonimous, contumacius. fecilitate
D
unanimous, contemacious, facilitat
Complete Sentence:
The committee reached a unanimous decision to sanction the contumacious member, hoping to facilitate a more cooperative environment in future meetings.
Bangla Meaning:
কমিটি ঐ অবাধ্য সদস্যকে শাস্তি প্রদানের জন্য একমত হয়েছে, যাতে ভবিষ্যতের বৈঠকগুলোতে সহযোগিতা বাড়ানো যায়।
Word Analysis:
1. Unanimous (adjective)
English Meaning: fully in agreement; when all members of a group share the same opinion or decision.
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
Example Sentences:
The committee reached a unanimous decision to approve the proposal.
The voters were unanimous in their support for the new policy.
2. Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: কর্তৃপক্ষের প্রতি জিদ্দি বা অবজ্ঞাসূচক।
Example Sentences:
The student was contumacious when he refused to follow the school rules.
Contumacious behavior in court can lead to contempt charges.
3. Facilitate (transitive verb)
English Meaning: to make something possible or easier.
Bangla Meaning: কোনো কাজ বা প্রক্রিয়া সহজ করা; অসুবিধা বা কষ্ট লাঘব করা।
Example Sentences:
The current structure does not facilitate efficient workflow.
You could facilitate the process by sharing your knowledge.
Grammar Note:
“Hoping to facilitate…” is a participial phrase modifying the committee, explaining the purpose of their decision.
Sources:
Cambridge Dictionary
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago