“একেই কি বলে সভ্যতা” - এটি মধুসূদন দত্তের কী রচনা?
A
উপন্যাস
B
কাব্য
C
প্রহসন
D
মহাকাব্য
উত্তরের বিবরণ
“একেই কি বলে সভ্যতা” মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন, যেখানে সমাজের ভণ্ড সভ্যতার উপর ব্যঙ্গ করা হয়েছে। প্রহসন সাধারণত এমন এক ধরনের নাট্যরচনা, যা হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে সমাজের ত্রুটি ও ভণ্ডামি প্রকাশ করে।
• একেই কি বলে সভ্যতা মধুসূদন দত্তের অন্যতম বিখ্যাত প্রহসন, যা প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে।
• এতে তৎকালীন বাংলার নবজাগরণের সময়কার ইংরেজি শিক্ষিত ভদ্রসমাজের কৃত্রিমতা ও ভণ্ডামি তুলে ধরা হয়েছে।
• এই প্রহসনের ভাষা সহজ ও ব্যঙ্গাত্মক, যাতে পাঠক হাসির মধ্যেই সমাজের বাস্তব চিত্র বুঝতে পারে।
• মধুসূদন এই রচনার মাধ্যমে আধুনিক বাংলা নাট্যসাহিত্যের সূচনা করেন।
• এটি বাংলা সাহিত্যে ব্যঙ্গরস ও সামাজিক বাস্তবতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 day ago
কোনটি প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ নয়?
Created: 3 weeks ago
A
আহুতি
B
তেল-নুন-লকড়ি
C
নীললোহিত
D
চার ইয়ারী কথা
বাংলা গদ্যসাহিত্যের আধুনিক রূপকার হিসেবে প্রমথ চৌধুরী বিশেষভাবে স্মরণীয়। তিনি বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করে সাহিত্যকে সাধারণ পাঠকের কাছে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলেন। তাঁর সাহিত্যচর্চা গদ্য, প্রবন্ধ ও কবিতা—সবক্ষেত্রেই সমানভাবে বিস্তৃত ছিল।
মূল তথ্যসমূহ:
-
প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট রচনার প্রবর্তন করেন।
-
তিনি ১৯১৪ সালে প্রকাশিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
নীললোহিত
-
আহুতি
প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ি
0
Updated: 3 weeks ago
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Created: 2 months ago
A
চতুষ্কোণ
B
মহুয়া
C
ক্ষণিকা
D
উৎসর্গ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ)
-
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক
-
অর্জন:
-
১৯১৩ সালে নোবেল পুরস্কার (সাহিত্য)
-
১৯১৫ সালে ইংরেজদের ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথের: উৎসর্গ, ক্ষণিকা, মহুয়া
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস: চতুষ্কোণ
0
Updated: 2 months ago
‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
Created: 1 month ago
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি
0
Updated: 1 month ago