বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
A
রজনীকান্ত
B
চার্লস উইলকিন্স
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
ফোর্ট উইলিয়াম
উত্তরের বিবরণ
বাংলা মুদ্রাক্ষরের উন্নয়ন ও ছাপার যাত্রা শুরু হয় ব্রিটিশ গবেষক চার্লস উইলকিন্সের হাত ধরে। তিনি বাংলা ভাষায় প্রথম মুদ্রণযোগ্য বর্ণমালা তৈরি করে ছাপাখানার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেন।
• চার্লস উইলকিন্স (Charles Wilkins) ছিলেন একজন ইংরেজ মুদ্রক ও প্রাচ্যবিদ, যিনি ১৭৭৮ সালে প্রথম বাংলা হরফে ছাপা বই প্রকাশ করেন।
• তিনি বাংলা হরফকে মুদ্রণযোগ্য আকারে সাজিয়ে বাংলা মুদ্রাক্ষরের জনক হিসেবে পরিচিত হন।
• তাঁর তৈরি বর্ণমালা দিয়েই কলকাতার প্রথম দিকের ছাপাখানাগুলো কাজ শুরু করে।
• উইলকিন্সই প্রথম বাংলা ভাষাকে ইউরোপীয় মুদ্রণ প্রযুক্তির সঙ্গে যুক্ত করেন, যা বাংলা সাহিত্য ও শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা রাখে।
0
Updated: 1 day ago
বাংলা বানানে ’ণত্ব বিধান’ কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 1 month ago
A
তদ্ভব শব্দে
B
দেশি শব্দে
C
বিদেশি শব্দে
D
তৎসম শব্দে
ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্য
0
Updated: 1 month ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 2 months ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
নিচের কোনটি অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
চঞ্চলতা
B
গম্ভীরতা
C
স্বতঃপ্রণোদিত
D
গাম্ভীর্যতা
অপপ্রয়োগ শব্দের একটি উদাহরণ হলো “গাম্ভীর্যতা”। এটি আসলে ‘-তা’ এবং ‘-ত্ব’ প্রত্যয়ের মিশ্রণে গঠিত ভুল প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ হবে— গাম্ভীর্য অথবা গম্ভীরতা।
অন্যদিকে, শুদ্ধ প্রয়োগ হিসেবে গ্রহণযোগ্য শব্দগুলো হলো—
-
চঞ্চলতা
-
গম্ভীরতা
-
স্বতঃপ্রণোদিত
0
Updated: 1 month ago