“আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে” - গানের কোন ভাব প্রকাশ পেয়েছে?
A
রাজা হওয়ার ইচ্ছা
B
স্বৈরতন্ত্র
C
রসবোধ
D
দায়িত্ববোধ
উত্তরের বিবরণ
এই গানে কবি মানুষের অন্তর্নিহিত দায়িত্ববোধকে তুলে ধরেছেন। এখানে প্রতিটি মানুষকে নিজের জীবনের রাজা হিসেবে দেখানো হয়েছে, যার কর্তব্য নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা। গানটি ব্যক্তিস্বাধীনতা নয়, বরং কর্তব্য ও দায়িত্বের গুরুত্ব বোঝায়।
– প্রত্যেক মানুষই নিজের জীবনের রাজা, তাই নিজের কাজের দায়িত্ব নিতে হবে।
– কবি বোঝাতে চেয়েছেন, নিজের রাজত্ব মানে নিজের কর্তব্যের ক্ষেত্র।
– এই ভাবধারায় মানবিক দায়িত্ববোধ ও নৈতিক সচেতনতা প্রকাশ পেয়েছে।
– গানটি মানুষকে নিজের কাজের প্রতি দায়বদ্ধ হতে ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
– তাই এখানে রাজা হওয়ার ইচ্ছা নয়, বরং দায়িত্ববোধের গভীর প্রকাশ ঘটেছে।
0
Updated: 1 day ago
'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
ফারসি
ধুতি
-
উৎপত্তি: হিন্দি শব্দ।
-
অর্থ:
১. পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২. উৎকোচ; ভেট
0
Updated: 1 month ago
কোনটি হাতির ডাক?
Created: 2 weeks ago
A
হ্রেষা
B
বৃংহিত
C
কুঞ্চন
D
কুঞ্চন
0
Updated: 2 weeks ago
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করেন কোন জেলায়?
Created: 2 weeks ago
A
বগুড়া
B
রংপুর
C
দিনাজপুর
D
রাজশাহী
0
Updated: 2 weeks ago