Birds of ___ feather flock together.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী,
সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
Complete sentence: Birds of a feather flock together.

0
Updated: 2 months ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
---|---|---|---|---|
Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
He writes __ Bengali like __ Bengalis.
Created: 2 weeks ago
A
the, the
B
No article, the
C
the, no article
D
a, the
Article হলো এমন একটি শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতাকে প্রকাশ করে। এটি মূলত দুই প্রকার।
-
Indefinite Articles: a, an
-
Definite Article: the
Article ব্যবহারের নিয়ম অনুসারে
-
কোনো ভাষার নামের আগে সাধারণত Article ব্যবহার করা হয় না।
-
কিন্তু জাতির নামের আগে the ব্যবহৃত হয়।
-
তাই বাক্যে writes-এর পর the বসবে না।
Complete Sentence: He writes Bengali like the Bengalis.

0
Updated: 2 weeks ago
Scientists have discovered water ice on _________ moon.
Created: 1 month ago
A
the
B
a
C
an
D
no article
• Complete sentence: Scientists have discovered water ice on the moon.
- Bangla meaning: বিজ্ঞানীরা চাঁদের ওপর পানি বরফের অস্তিত্ব খুঁজে পেয়েছেন।
• প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

0
Updated: 1 month ago