The engineer inspected the — and gave his approval for the factory.
A
site
B
cite
C
sight
D
side
উত্তরের বিবরণ
এই বাক্যে “site” শব্দটি সঠিক উত্তর, কারণ এখানে প্রকৌশলী যে স্থাপনাটি বা জায়গাটি পরিদর্শন করেছেন তা বোঝানো হয়েছে। “Site” অর্থ হলো স্থান বা জায়গা যেখানে কোনো কিছু নির্মিত হয় বা ঘটতে যাচ্ছে। এই প্রসঙ্গে এটি সম্পূর্ণ অর্থবোধক।
• “Site” শব্দটি সাধারণত নির্মাণস্থল, কারখানার জায়গা বা প্রকল্প এলাকা বোঝাতে ব্যবহৃত হয়।
• বাক্যটি “The engineer inspected the site” দ্বারা বোঝায় যে, প্রকৌশলী জায়গাটি পরীক্ষা করে দেখেছেন সেটি নির্মাণ বা ব্যবহার উপযুক্ত কিনা।
• “Sight” বা “Cite” ব্যবহার করলে অর্থের বিকৃতি ঘটত; “sight” মানে দৃষ্টিশক্তি আর “cite” মানে উদ্ধৃত করা।
তাই এখানে “site”-ই যথার্থ ও শুদ্ধ শব্দ।
0
Updated: 11 hours ago