A
Hamlet
B
Macbeth
C
Romeo and Juliet
D
King Lear
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Hamlet
"To be or not to be, that is the question"—এই বিখ্যাত উক্তিটি এসেছে William Shakespeare রচিত নাটক Hamlet থেকে। এটি প্রধান চরিত্র Prince Hamlet-এর দার্শনিক প্রশ্ন, যেখানে জীবনের যন্ত্রণা ও মৃত্যুর অজানা পরিণতি নিয়ে তার দ্বন্দ্ব প্রকাশ পায়।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা:
-
এটি Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ tragedy, লেখা হয় ১৫৯৯–১৬০১ সালের মধ্যে, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
নাটকটি ৫টি act নিয়ে গঠিত।
-
গল্পে, হ্যামলেট জার্মানি থেকে ডেনমার্কে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
সে জানতে পারে, তার চাচা Claudius, তার মাকে বিয়ে করেছে এবং তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য নানা পরিকল্পনা করে এবং একসময় Claudius-কে হত্যা করে।
-
নাটকের শেষাংশে হ্যামলেট নিজেও মারা যায়।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Hamlet – প্রধান চরিত্র
-
Claudius – চাচা ও খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Polonius – Ophelia-র পিতা
-
Laertes – Ophelia-র ভাই
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
Hamlet-এর বিখ্যাত উক্তিগুলো:
-
"To be or not to be, that is the question."
-
"Neither a borrower nor a lender be."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Though this be madness, yet there is method in’t."
-
"Conscience doth make cowards of us all."
-
"There is divinity that shapes our ends."

0
Updated: 4 weeks ago
"Into the valley of Death
Rode the six hundred" - Who said it?
Created: 2 weeks ago
A
Alfred, Lord Tennyson
B
Robert Browning
C
Samuel Taylor Coleridge
D
Thomas Hardy
“Into the valley of Death
Rode the six hundred”
-
কবিতা: The Charge of the Light Brigade
-
রচয়িতা: Alfred, Lord Tennyson
-
প্রকাশের সাল: ১৮৫৫
বিস্তারিত আলোচনা:
-
কবিতাটি ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের (Battle of Balaklava) ঘটনা ভিত্তিক।
-
ব্রিটিশ সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর সাথে সংঘাতে অংশ নেয় এবং সাহসিকতার নজির স্থাপন করে।
-
Tennyson সাহস, কর্তব্যবোধ এবং যুদ্ধের করুণ ফলাফলকে কবিতায় তুলে ধরেছেন।
Alfred, Lord Tennyson:
-
প্রধান ভিক্টোরিয়ান যুগের কবি
-
ইংরেজি সাহিত্যের একজন প্রধান প্রতিনিধি
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Morte D' Arthur
-
Tithonus
-
Ulysses
-
In Memoriam
-
The Charge of the Light Brigade
-
সারসংক্ষেপ:
কবিতায় Tennyson ব্রিটিশ Light Brigade-এর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণ করেছেন, যা সাহসিকতার চিরন্তন প্রতীক হিসেবে ধরা হয়।

0
Updated: 2 weeks ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 6 days ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 6 days ago
What is the feminine form of Billy-goat?
Created: 1 week ago
A
Roe-goat
B
Doe-goat
C
Lad-goat
D
Lad-goatNanny-goat

0
Updated: 1 week ago