Choose the correct sentence-
A
Rich is not always happy
B
The rich is not always happy
C
The rich is not happy always.
D
The rich are not always happy
উত্তরের বিবরণ
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
The Rich are not always happy. - বাক্যটি সঠিক।
• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে।
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।

0
Updated: 4 months ago
Identify the correct passive form of the sentence below : 'Do you know them?'
Created: 1 week ago
A
Are they known by you?
B
Would they be known by you?
C
Are they known with you?
D
Are they known to you?
Auxiliary verb যুক্ত Interrogative sentence Passive Voice এ রূপান্তর করার নিয়ম
১. প্রথমে Interrogative বাক্যটিকে Assertive (statement) আকারে লিখতে হবে।
২. তারপর সেই Assertive বাক্যটিকে Passive Voice এ রূপান্তর করতে হবে।
৩. শেষে আবার সেটিকে Interrogative sentence এ রূপান্তর করতে হবে।
উদাহরণ:
-
বাক্য: Do you know them?
-
প্রথমে এটিকে Assertive করব → You know them.
Assertive sentence কে Passive করার নিয়ম
-
Active voice এর object → Passive voice এর subject হবে।
-
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার হবে।
-
মূল verb-এর past participle (V³) বসবে।
-
Active voice-এর subject → Passive voice এ by preposition সহ বসে।
তবে কিছু verb এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যেমন— know verb-এর ক্ষেত্রে সাধারণত by ব্যবহার হয় না। পরিবর্তে to ব্যবহৃত হয়।
চূড়ান্ত রূপান্তর
-
Do you know them? → Assertive: You know them.
-
Passive (Assertive): They are known to you.
-
Interrogative আকারে: Are they known to you? ✅
উৎসঃ Wren & Martin, High School English Grammar and Composition

0
Updated: 1 week ago
Fill in the blanks: They ...... in this house since 2010.
Created: 4 months ago
A
had lived
B
live
C
have lived
D
have been living
Coming soon

0
Updated: 4 months ago
Which sentence is grammatically correct?
Created: 4 months ago
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.

0
Updated: 4 months ago