ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম-
A
র (RAW)
B
কেজিবি (KGB)
C
আইএসআই (ISI)
D
মোসাদ (MOSSAD)
উত্তরের বিবরণ
মোসাদ ইসরায়েলের একটি শক্তিশালী ও সুসংগঠিত গোয়েন্দা সংস্থা, যা দেশের নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এটি বিশ্বে অন্যতম দক্ষ গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
• মোসাদ (Mossad) প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে, ইসরায়েলের স্বাধীনতার পরপরই।
• এর মূল কাজ বিদেশে ইসরায়েলের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গোপন অভিযান পরিচালনা।
• মোসাদের সদর দপ্তর তেল আবিবে অবস্থিত এবং এটি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে।
• RAW (Research and Analysis Wing) হলো ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
• KGB ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা, যা এখন FSB নামে পরিচিত।
• ISI (Inter-Services Intelligence) পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে।
0
Updated: 1 day ago