ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম- 

A

র (RAW)

B

কেজিবি (KGB)

C

আইএসআই (ISI)

D

মোসাদ (MOSSAD)

উত্তরের বিবরণ

img

মোসাদ ইসরায়েলের একটি শক্তিশালী ও সুসংগঠিত গোয়েন্দা সংস্থা, যা দেশের নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এটি বিশ্বে অন্যতম দক্ষ গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

মোসাদ (Mossad) প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে, ইসরায়েলের স্বাধীনতার পরপরই।
• এর মূল কাজ বিদেশে ইসরায়েলের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গোপন অভিযান পরিচালনা।
• মোসাদের সদর দপ্তর তেল আবিবে অবস্থিত এবং এটি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে।
RAW (Research and Analysis Wing) হলো ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
KGB ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা, যা এখন FSB নামে পরিচিত।
ISI (Inter-Services Intelligence) পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD