In which play does the phrase "To be or not to be, that is the question" appear?
A
Hamlet
B
Macbeth
C
Romeo and Juliet
D
King Lear
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Hamlet
"To be or not to be, that is the question"—এই বিখ্যাত উক্তিটি এসেছে William Shakespeare রচিত নাটক Hamlet থেকে। এটি প্রধান চরিত্র Prince Hamlet-এর দার্শনিক প্রশ্ন, যেখানে জীবনের যন্ত্রণা ও মৃত্যুর অজানা পরিণতি নিয়ে তার দ্বন্দ্ব প্রকাশ পায়।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা:
-
এটি Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ tragedy, লেখা হয় ১৫৯৯–১৬০১ সালের মধ্যে, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
নাটকটি ৫টি act নিয়ে গঠিত।
-
গল্পে, হ্যামলেট জার্মানি থেকে ডেনমার্কে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
সে জানতে পারে, তার চাচা Claudius, তার মাকে বিয়ে করেছে এবং তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য নানা পরিকল্পনা করে এবং একসময় Claudius-কে হত্যা করে।
-
নাটকের শেষাংশে হ্যামলেট নিজেও মারা যায়।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Hamlet – প্রধান চরিত্র
-
Claudius – চাচা ও খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Polonius – Ophelia-র পিতা
-
Laertes – Ophelia-র ভাই
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
Hamlet-এর বিখ্যাত উক্তিগুলো:
-
"To be or not to be, that is the question."
-
"Neither a borrower nor a lender be."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Though this be madness, yet there is method in’t."
-
"Conscience doth make cowards of us all."
-
"There is divinity that shapes our ends."

0
Updated: 2 months ago
The Sun Rising is a famous poem written by
Created: 1 month ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
✦ The Sun Rising (কবিতা)
-
লেখক: John Donne
-
প্রকাশকাল: ১৬৩৩ (মৃত্যুর পর, Songs and Sonnets-এ)
-
ধরণ: Metaphysical lyric poem
-
মূল বিষয়: কবির প্রেমিকাকে ঘিরে ভালোবাসার বহিঃপ্রকাশ
-
কবিতার সারাংশ:
-
কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেন তার রশ্মি দিয়ে তাদের ঘর আলোকিত ও বিছানাকে উষ্ণ রাখে
-
এতে কবি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারবেন
-
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
খ্যাতি: Father of Metaphysical poetry
-
বৈশিষ্ট্য:
-
Metaphysical poetry-এর সূচনা
-
Poet of Love and Religious
-
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতায় প্রভাবিত
✦ উল্লেখযোগ্য কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning

0
Updated: 1 month ago
Identify the word having the same form in both singular and plural:
Created: 3 weeks ago
A
cuff
B
hunk
C
life
D
moose
Moose হলো একটি বড় ধরনের হরিণ, যার বড় এবং চওড়া শিং থাকে যা শাখার মতো বিস্তৃত এবং লম্বা নাক থাকে। এটি প্রধানত উত্তর আমেরিকা, উত্তর ইউরোপ (যেখানে এটি elk নামে পরিচিত) এবং এশিয়ার বনাঞ্চলে বাস করে। Moose-এর শরীর মোটা লোমে ঢাকা এবং এটি শীতল ও বরফময় পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। Moose এককভাবে বা ছোট দলে থাকে এবং এর খাদ্য মূলত ঘাস, পাতা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। Moose-এর plural form একই থাকে, অর্থাৎ 'moose'।
-
cuff: হাতের কব্জির চারপাশে থাকা কাপড় বা বাঁধন, যা সাধারণত জামা বা শার্টের স্লিভের শেষ প্রান্তে থাকে। এটি হাতকে সুন্দরভাবে ঢেকে রাখে এবং পোশাকের সাজানোর জন্য ব্যবহৃত হয়। Plural: cuffs
-
hunk: বড় বা মোটা টুকরা, যা সাধারণত খাবার, মাংস বা আকর্ষণীয় পুরুষকে বোঝাতে ব্যবহার হয়। এটি আকৃতি ও আকারে বড় এবং দৃশ্যমান। Plural: hunks
-
life: জীবন বা প্রাণ, যা জীবনের অস্তিত্ব, বেঁচে থাকার প্রক্রিয়া এবং জীবন্ত অবস্থাকে বোঝায়। এটি মানুষের জীবনের মানে বা প্রাণবন্ততার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। Plural: lives

0
Updated: 2 weeks ago
Which of the following is a synonym for "delineate"?
Created: 3 weeks ago
A
Falsify
B
Describe
C
Terrestrial
D
Philanthropic
Delineate একটি verb, যা বোঝায় কোনো বিষয়কে সম্পূর্ণভাবে, বিশদভাবে এবং স্পষ্টভাবে চিত্র বা বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা। এটি সাধারণত আনুষ্ঠানিক বা শিক্ষামূলক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Delineate (verb)
English Meaning: To describe something completely, including details
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা -
Correct Answer: খ) Describe
-
Synonyms: Describe (বর্ণনা করা), Represent (ব্যাখ্যা করা; সুস্পষ্ট করা), Detail (সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা), Silhouette (মসীবর্ণ ছায়া-পরিলেখ), Sketch (সংক্ষিপ্ত বিবরণ; নকশা)
-
Antonyms: Distort (বিকৃত করা), Falsify (জাল করা), Misdescribe (ভুল বর্ণনা করা), Misrepresent (ভুলভাবে উপস্থাপন করা), Repress (নিপীড়ন করা)
-
Other Forms:
-
Delineation (noun): চিত্রণ; অঙ্কন; আলেখন
-
-
Other Options:
-
Terrestrial: পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী
-
Philanthropic: লোকহিতকর; জনসেবামূলক
-
-
Example Sentences:
-
The constitution carefully delineates the duties of the treasurer’s office.
-
The report clearly delineates the steps that must be taken.
-
-
Source:

0
Updated: 3 weeks ago