A
Renaissance
B
Modernist
C
Romantic
D
Victorian
উত্তরের বিবরণ
• ‘To Autumn’ কবিতার রচয়িতা জন কিটস (John Keats) ছিলেন রোমান্টিক যুগের একজন প্রধান কবি। তাই ‘To Autumn’ কবিতার লেখক রোমান্টিক সাহিত্য যুগের অন্তর্ভুক্ত। রোমান্টিক যুগ ছিল ১৮শ শতাব্দীর শেষ থেকে ১৯শ শতাব্দীর শুরু পর্যন্ত এক সাহিত্য আন্দোলন, যা প্রকৃতি, অনুভূতি, কল্পনা ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য অপশনগুলো হলো: রেনেসাঁ (Renaissance), যা মধ্যযুগের পরে ইউরোপে শিল্প, বিজ্ঞান ও সাহিত্যচর্চার পুনর্জাগরণের সময়কাল; মডার্নিস্ট (Modernist) সাহিত্য ছিল ২০শ শতাব্দীর শুরুতে নতুন রচনাশৈলী ও চিন্তাধারা নিয়ে; আর ভিক্টোরিয়ান (Victorian) সাহিত্য ছিল ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার শাসনকালে লেখিত সাহিত্য। সুতরাং, ‘To Autumn’ রোমান্টিক যুগের কবিতা।
• বিস্তারিত আলোচনা:
• To Autumn:
- To Autumn John Keats এর শেষ প্রধান কবিতা।
- এটি ১৮২০ সালে Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems গ্রন্থে প্রকাশিত হয়।
- "To Autumn" কবিতাটি শরৎ ঋতুর সৌন্দর্য ও পরিপূর্ণতা উদযাপন করে।
- এখানে শরৎকে মৃত্যুর পূর্বাভাস বা পতনের সময় হিসেবে দেখানো হয়নি, বরং এটি এক শান্ত, পূর্ণতা প্রাপ্ত ঋতু হিসেবে তুলে ধরা হয়েছে।
- যদিও গ্রীষ্ম শেষ হয়ে গেছে, তবুও শরতের মধ্যে এক ধরনের শান্তি ও সময়ের স্থিতাবস্থা রয়েছে, যেখানে জীবনের ক্ষণস্থায়ীত্বের চিন্তা খুব একটা প্রাধান্য পায় না।
• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।

0
Updated: 4 weeks ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
English
Conditional Sentence (Corrections)
English Grammar
English Literature
No subjects available.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 week ago
Who is not a Victorian poet?
Created: 12 hours ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 12 hours ago
Which of the following writers belongs to the romantic period in English literature?
Created: 1 month ago
A
A. Tennyson
B
Alexander Pope
C
John Dryden
D
S.T. Coleridge
Among the options S.T. Coleridge belongs to the romantic period in English literature.
Samuel Taylor Coleridge
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; ( long narrative ballad)
- Dejection: An Ode;
- Frost at Midnight;
- Kubla Khan;
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Marine.
• অন্যদিকে,
ক) A. Tennyson - belongs to the victorian period.
খ) Alexander Pope - belongs to the Augustan age/ The Neo-classical period.
গ) John Dryden - belongs to the Restoration/ The Neo-classical period.
Source: Encyclopedia Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 1 month ago