A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
উত্তরের বিবরণ
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality, compromise, and conformity.

0
Updated: 4 weeks ago
What literary device dominates the opening line of the novel?
Created: 20 hours ago
A
Metaphor
B
Satire and Irony
C
Hyperbole
D
Personification
উপন্যাসের প্রথম লাইন—“It is a truth universally acknowledged…”—অত্যন্ত বিখ্যাত। এতে Austen বিদ্রূপ করে বলেন ধনী পুরুষরা স্ত্রী খুঁজছে। আসলে বাস্তবতা হলো পরিবারগুলো ধনী পুরুষদের খুঁজছে। এই উক্তি Austen-এর satire ও irony-এর শ্রেষ্ঠ উদাহরণ। এটি সমাজের ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 2 weeks ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 2 weeks ago
"Ralph Roister Doister" is best known as –
Created: 2 weeks ago
A
The first English tragedy
B
The first English comedy
C
A religious miracle play
D
A Shakespearean romance
Ralph Roister Doister
-
রচয়িতা: Nicholas Udall
-
ধরণ: Comedy (প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি কমেডি)
-
কাহিনি: ধনী বিধবা Christian Custance-কে কেন্দ্র করে, যিনি Gawyn Goodluck নামক এক ব্যবসায়ীর সাথে বাগদত্তা। আত্মম্ভরী Ralph Roister Doister, এক ধূর্ত ব্যক্তির প্ররোচনায় Christian Custance-কে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
Nicholas Udall
-
পরিচয়: English playwright, translator, schoolmaster
-
খ্যাতি: Ralph Roister Doister — ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কমেডি
Notable work:
-
Ralph Roister Doister

0
Updated: 2 weeks ago