Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
উত্তরের বিবরণ
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।

0
Updated: 2 months ago
Pun is -
Created: 1 month ago
A
A long descriptive passage
B
A type of metaphor
C
A narrative technique
D
A play on words that have similar sounds but different meanings
Pun (Paronomasia) হলো শব্দের চতুর ও মজার ব্যবহার, যেখানে একই শব্দ বা মিলধ্বনিসম্পন্ন শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যে এটি প্রায়শই শব্দখেলা বা রস সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে বলা যায়: A pun is a play upon words which are similar in sound but different in meaning.
-
এর মাধ্যমে একই শব্দে একাধিক অর্থ প্রকাশ করা হয়, যা কখনও রসাত্মক, কখনও ব্যঙ্গাত্মক প্রভাব সৃষ্টি করে।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের রচনা এমনকি রচনার শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms–এ Arms শব্দটি দ্ব্যর্থক অর্থে ব্যবহার হয়েছে—
-
একদিকে যুদ্ধ/অস্ত্র বোঝাচ্ছে,
-
অন্যদিকে প্রেমিকার হাত বোঝাচ্ছে।
-
অতএব, Pun হলো সাহিত্যিক অলংকারের একটি বিশেষ রূপ, যা পাঠকের মনে ভাষার সৌন্দর্য ও কৌতুকের ভিন্ন মাত্রা যোগ করে।
Source:

0
Updated: 1 month ago
Where is the setting of Shakespeare's play 'Macbeth'?
Created: 1 month ago
A
Scotland
B
England
C
Denmark
D
Denmark
‘Macbeth’ – Setting and Summary
১. Setting
-
Shakespeare’s Macbeth is set in Scotland.
-
Key locations include royal palaces, battlefields, and Scottish landscapes.
-
The time period corresponds roughly to the early medieval Scottish monarchy.
২. Plot Summary
-
Three witches meet General Macbeth and predict he will become King of Scotland.
-
Their prophecy ignites ambition in Macbeth.
-
Encouraged by Lady Macbeth, he murders King Duncan to claim the throne.
-
Once king, Macbeth is haunted by guilt and paranoia, committing more murders to secure power.
-
Lady Macbeth eventually goes mad and dies.
-
Macbeth is killed by Macduff, restoring peace to Scotland.
-
The play explores ambition, moral corruption, and the consequences of unchecked power.
৩. Main Character
-
Macbeth – Tragic hero, General of Scotland.
-
Lady Macbeth – Ambitious wife of Macbeth.
-
King Duncan – The murdered king.
-
Macduff – Nobleman who defeats Macbeth.
-
Three Witches – Prophetic instigators.
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, and actor.
-
Known as the Bard of Avon and English National Poet.
-
Wrote 154 sonnets and 37 plays, along with long narrative poems.
-
Regarded as one of the greatest writers in world literature.
৫. Notable Works
Tragedies:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
Comedies:
-
As You Like It, The Tempest, Twelfth Night, The Merchant of Venice, A Midsummer Night's Dream

0
Updated: 1 month ago
Who wrote "The Rime of the Ancient Mariner"?
Created: 1 month ago
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 1 month ago