A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
উত্তরের বিবরণ
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 4 weeks ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 2 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 weeks ago
Jonathan Swift is best known for writing which satirical work?
Created: 2 weeks ago
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 2 weeks ago
The idiom “Odds and ends” means-
Created: 6 days ago
A
The ordinary members
B
Difficulty
C
Miscellaneous articles
D
Contrary things
Idiom: Odds and ends
-
Meaning: Miscellaneous articles
-
Bangla Meaning: টুকিটাকি; ছোটখাটো জিনিস
Explanation:
-
“Odds and ends” refers to various small items of different kinds, usually of little importance or value.
Contrast:
-
Rank and file: Ordinary members of an organization as opposed to its leaders (সাধারণ স্তরের সদস্যরা)।
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago