সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
A
কুষ্টিয়া
B
টাঙ্গাইল
C
পাবনা
D
ফেনী
উত্তরের বিবরণ
মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্য ইতিহাসে একজন বিশিষ্ট লেখক ও সমাজসচেতন সাহিত্যিক। তিনি উপন্যাস, নাটক ও প্রবন্ধের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন।
তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম ছিল মীর মুতাররফ হোসেন এবং তিনি ছিলেন একজন জমিদার।
বাংলা সাহিত্যে তার অমর সৃষ্টি “বিষাদসিন্ধু”, যা কারবালার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে রচিত।
তিনি বাংলা মুসলিম সমাজের জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত।
মীর মশাররফ হোসেন ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
বাংলা উপন্যাস ও নাটকে তার অবদান সাহিত্যাঙ্গনে আজও অনন্য ও স্মরণীয়।
0
Updated: 1 day ago
'গাজী মিয়াঁ' কার ছদ্মনাম?
Created: 1 month ago
A
মীর মশাররফ হোসেন
B
ইসমাইল হোসেন সিরাজী
C
ফররুখ আহমেদ
D
সৈয়দ ওয়ালীউল্লাহ
মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক, যিনি উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ হিসেবে খ্যাত এবং বঙ্কিমযুগের গুরুত্বপূর্ণ গদ্যশিল্পী।
-
জন্ম ও সাহিত্যিক শুরু: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ; ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'-র মফঃস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেন, এখান থেকেই সাহিত্যজীবনের শুরু।
-
সাহিত্যগুরু ও সম্পাদনা: গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু; তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছেন।
-
ছদ্মনাম ও প্রথম গ্রন্থ: 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন; প্রথম গ্রন্থ 'রত্নবতী' (১৮৬৯), যা মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
0
Updated: 1 month ago
'বসন্তকুমারী' মীর মশাররফ হোসেন রচিত-
Created: 1 month ago
A
উপন্যাস
B
প্রহসন
C
নাটক
D
আত্মজীবনী
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের অন্যতম উল্লেখযোগ্য নাটক, যা ১৮৭৩ সালে রচিত এবং মুসলমান নাট্যকার দ্বারা রচিত প্রথম নাটক হিসেবে বিবেচিত। নাটকের কাহিনি ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ ও প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্রের পর রাজপরিবারের সকলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রচিত। নাটকটির অপর নাম হলো ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
-
নাটকসমূহ:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাসসমূহ:
-
বিষাদ-সিন্ধু
-
-
গ্রন্থসমূহ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-
0
Updated: 1 month ago
'হিতকরী' পত্রিকা'র সম্পাদক কে?
Created: 2 months ago
A
মীর মশাররফ হোসেন
B
শেখ আবদুর রহিম
C
আহমদ ছফা
D
কৃষ্ণকমল ভট্টাচার্য
‘হিতকরী’ পত্রিকা
-
‘হিতকরী’ পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
-
পরবর্তীকালে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেম উদ্দীন খান।
-
এই পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো—
-
বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলাচর্চা, এবং
-
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
-
অন্য উল্লেখযোগ্য পত্রিকা ও সম্পাদকগণ
-
হিতবাদী → কৃষ্ণকমল ভট্টাচার্য
-
সুধাকর → শেখ আবদুর রহিম
-
স্বদেশ → আহমদ ছফা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago