A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
উত্তরের বিবরণ
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।

0
Updated: 4 weeks ago
Why does Darcy stop Bingley from marrying Jane at first?
Created: 20 hours ago
A
He dislikes Jane’s beauty
B
He doubts Jane’s affection
C
He wants Jane for himself
D
He is pressured by Lady Catherine
Darcy মনে করেছিল Jane Bennet আসলে Bingley-কে ভালোবাসে না, বরং সামাজিক কারণে আগ্রহী। এছাড়া Bennet পরিবারের হাস্যকর ও লজ্জাজনক আচরণ (Mrs. Bennet, Lydia, Kitty-এর বেপরোয়া স্বভাব) Darcy-কে বিরক্ত করে। তাই সে Bingley-কে লন্ডনে নিয়ে যায় এবং Jane-এর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। তবে Darcy পরে নিজের ভুল স্বীকার করে এবং Jane–Bingley-এর পুনর্মিলন ঘটায়। এতে বোঝা যায় Darcy নিজের pride অতিক্রম করে ন্যায়পরায়ণ হতে শেখে।

0
Updated: 20 hours ago
Which of the following was not created by John Keats?
Created: 2 weeks ago
A
Ode on a Grecian Urn
B
Ode on Melancholy
C
Dejection: An Ode
D
Ode on Indolence
"Dejection: An Ode" একটি বিখ্যাত কবিতা যা লিখেছেন Samuel Taylor Coleridge।
মূল তথ্য:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরণ: Autobiographical poem
-
প্রকাশ: 1802
-
পরিস্থিতি: কবি তখন অপিয়ামের আসক্ত, দাম্পত্য জীবনে অসন্তুষ্ট এবং Sara Hutchinson-এর প্রেমে পড়েছিলেন
কবিতার বিষয়:
-
কবিতাটি Coleridge-এর ব্যক্তিগত বিষণ্ণতা, হতাশা এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির প্রতিফলন।
-
এটি মনস্তাত্ত্বিক গভীরতা এবং আত্মচিন্তনের কবিতা।
Samuel Taylor Coleridge:
-
British poet, English lyrical poet, critic ও philosopher
-
Lyrical Ballads (William Wordsworth-এর সাথে) ইংরেজি Romantic movement শুরু করে
-
Biographia Literaria (1817) ইংরেজি Romantic period-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
অন্যান্য উল্লেখযোগ্য কবি (প্রসঙ্গ):
John Keats — Romantic lyric poet, ‘Poet of Beauty’, লিখেছেন:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
সারসংক্ষেপ: "Dejection: An Ode" Coleridge-এর লেখা; John Keats-এর লেখা নয়।

0
Updated: 2 weeks ago
'To nurse a grudge' means-
Created: 1 week ago
A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
To Nurse a Grudge
• Answer:
-
ঘ) To hold unfriendly feelings
• Meaning:
-
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past.
-
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা
• Example Sentence:
-
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life!
-
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে!
Source:
-
Collins Dictionary

0
Updated: 1 week ago