Which author caused controversy with the novel The Satanic Verses?
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
উত্তরের বিবরণ
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality, compromise, and conformity.

0
Updated: 2 months ago
Seamus Heaney was -
Created: 2 months ago
A
American author
B
Russian author
C
Irish author
D
French author

0
Updated: 2 months ago
Pick the synonym for "Impair":
Created: 3 weeks ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
The word "Impair" অর্থে "Mar"-এর কাছাকাছি। এটি বোঝায় কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করা, যাতে তার কার্যকারিতা কমে যায়।
• Impair (verb)
-
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
-
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
• Option Analysis:
-
Enhance – উন্নত করা; বাড়ানো।
-
Build – তৈরি করা; গড়া।
-
Restore – পুনরুদ্ধার করা; ঠিক করা।
-
Mar – নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।
• Example Sentence:
-
Excessive alcohol consumption can impair your judgment.
-
অতিরিক্ত মদ্যপান আপনার বিচারক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

0
Updated: 2 weeks ago
Fill in the gap with the appropriate preposition:
My father prevailed _____ some friends to let us stay with them.
Created: 3 weeks ago
A
to
B
over
C
on
D
with
Complete Sentence: My father prevailed on some friends to let us stay with them.
-
বাংলা অর্থ: আমার বাবা কিছু বন্ধুকে রাজি করেছিলেন যাতে তারা আমাদেরকে তাদের সাথে থাকতে দেয়।
-
Prevail on/upon someone to do something:
-
English: to persuade someone to do something
-
Bangla: বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা
-
-
Prevail (over/against):
-
অর্থ: জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা
-
উদাহরণ: Truth will always prevail over lies.
-
বাংলা অর্থ: সত্য সর্বদা মিথ্যার ওপর জয়লাভ করবে।
-

0
Updated: 2 weeks ago