একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে, এর ক্ষেত্রফল কত?
A
৪০ বর্গ ইঞ্চি
B
৪৮ বর্গ ইঞ্চি
C
৪৮ ইঞ্চি
D
৪০ ইঞ্চি
উত্তরের বিবরণ
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২×ভূমি×উচ্চতা
= ১/২×১২×৮ = ৪৮ বর্গ ইঞ্চি।
0
Updated: 1 day ago
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১১ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
১২১ বর্গ সে. মি.
B
২৪২ বর্গ সে. মি.
C
৩৪৩ বর্গ সে. মি.
D
৪৪ বর্গ সে. মি.
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১১ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গের বাহু = ১১ সে. মি.
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য, a = ১১√২ সে. মি.
∴ a দৈর্ঘ্যের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
= a২
= (১১√২)২
= ১২১ × ২
= ২৪২ বর্গ সে. মি.
0
Updated: 1 month ago
একটি ঘরের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৮ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
Created: 1 month ago
A
১৮০ বর্গ মিটার
B
১৯৬ বর্গ মিটার
C
১৪৮ বর্গ মিটার
D
১২০ বর্গ মিটার
সমাধান:
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ (১০ + ৮) × ৫ বর্গ মিটার
= ২ × ১৮ × ৫ বর্গ মিটার
= ১৮০ বর্গ মিটার
∴ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ১৮০ বর্গ মিটার।
0
Updated: 1 month ago
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
10 বর্গমিটার
B
12 বর্গমিটার
C
16 বর্গমিটার
D
20 বর্গমিটার
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার
∴ ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
= (8/4){√4(5)2 - (8)2}
= 2 × {√(100 - 64)}
= 2√36
= 2 × 6
= 12
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
0
Updated: 2 months ago