"It is impossible to love and be wise" - It is quoted by -
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
উত্তরের বিবরণ
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 2 months ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 3 weeks ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
A
song embodying religious and sacred emotions _____.
Created: 2 months ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
ব্যাখ্যা:
(ক) Lyric গীতিকবিতা- Lyric is a
collection of verses and choruses, making up a complete song, or a short and
non-narrative poem. A lyric uses a single speaker, who expresses personal
emotions or thoughts.
(খ) Ode গাথা-কবিতা- An ode is a lyrical poem that expresses
intense feelings, such as love, respect, or praise for someone or something.
(গ)
Hymn স্তুতিগীত, ঈশ্বর-বন্দনা- A Hymn is
a religious song or poem of praise to God.
(ঘ)
Ballad কাহিনীসংবলিত গান / কবিতা- Ballad is a poem or song that narrates a story
in short stanzas.

0
Updated: 2 months ago
What does "Call to account" mean?
Created: 3 weeks ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:

0
Updated: 3 weeks ago