কোনটি মৌলিক শব্দ-
A
একাঙ্ক
B
গোলাপ
C
মানব
D
ধাতব
উত্তরের বিবরণ
মৌলিক শব্দ এমন শব্দ যা বিশ্লেষণ করলে আর ছোট অর্থপূর্ণ অংশে বিভক্ত করা যায় না। এগুলো স্বতন্ত্র অর্থ বহন করে এবং অন্য কোনো শব্দ থেকে উৎপন্ন নয়। ‘গোলাপ’ শব্দটি এমনই একটি মৌলিক শব্দ।
-
গোলাপ একটি অব্যুত্পন্ন শব্দ, যা অন্য কোনো শব্দ থেকে গঠিত নয়।
-
এটি সম্পূর্ণ অর্থ বহন করে এবং বিশ্লেষণে নতুন কোনো অংশে ভাগ করা যায় না।
-
‘একাঙ্ক’ গঠিত হয়েছে এক + অঙ্ক থেকে, তাই এটি ব্যুত্পন্ন শব্দ।
-
‘ধাতব’ এসেছে ধাতু + ব থেকে, যা ব্যুত্পন্ন রূপ নির্দেশ করে।
-
‘মানব’ গঠিত মন + অব বা মূল ধাতু থেকে, তাই এটি মৌলিক নয়।
তাই সঠিক উত্তর ‘গোলাপ’—এটি বিশুদ্ধ মৌলিক শব্দ।
0
Updated: 1 day ago
কোনটি মৌলিক শব্দ?
Created: 2 months ago
A
ভাইয়ে
B
গোলাপী
C
বউটি
D
গোলাপ
মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন-
- গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
অন্যদিকে,
সাধিত শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায়, এক কথায় তাকেই বলা হয় সাধিত শব্দ।
- অন্যভাবে বলা যায়, মৌলিক শব্দ বা ধাতুর সাথে বিভিন্ন প্রকার প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যোগ করে যে শব্দ গঠিত হয়, তাকে বলা হয় সাধিত শব্দ ।
যেমন-
- দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে ইত্যাদি।
0
Updated: 2 months ago
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, তাকে কী বলে?
Created: 2 months ago
A
মৌলিক শব্দ
B
যৌগিক শব্দ
C
রূঢ়ি শব্দ
D
সাধিত শব্দ
বাংলা শব্দের প্রকারভেদ
-
মৌলিক শব্দ
-
বিশ্লেষণ করা যায় না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি
-
-
সাধিত শব্দ
-
মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত হয়ে গঠিত।
-
উদাহরণ: দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে
-
-
রূঢ়ি শব্দ
-
উপসর্গ বা প্রত্যয় যুক্ত হলেও মূল শব্দের অর্থ অনুসরণ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
উদাহরণ: হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, মন্দির
-
-
যৌগিক শব্দ
-
ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই ধরনের শব্দ।
-
উদাহরণ: গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান
-
0
Updated: 2 months ago
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Created: 2 months ago
A
নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
B
অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
C
ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃশ্বসা
D
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
অশুদ্ধ বানানগুচ্ছ: নিক্কণ, সূচগ্র, অনুর্ধব।
এর শুদ্ধরূপ: নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব।
অন্যদিকে,
• অপশন ‘খ’ এর- অনূর্বর ও ঊর্ধবগামী বানানদ্বয় অশুদ্ধ। এদের শুদ্ধরূপ হলো- অনুর্বর ও ঊর্ধ্বগামী।
• অপশন ‘গ’ এর- মাতৃশ্বসা বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হলো- মাতৃষ্বসা।
• সুতরাং বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ অপশন ‘ক’ এর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago