বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি?
A
১৩ টি ও ৩৮ টি
B
১৫ টি ও ৪১ টি
C
১০ টি ও ৩৭ টি
D
১১টি ও ৩৯ টি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার বর্ণমালা অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন। এতে ধ্বনিভিত্তিক দুটি প্রধান বর্ণগোষ্ঠী আছে— স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। এদের সংখ্যার নির্দিষ্টতা বাংলা ভাষার গঠন ও উচ্চারণ নিয়ম বুঝতে সাহায্য করে।
-
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে।
-
এর মধ্যে স্বরবর্ণ ১১টি, যেমন— অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
-
ব্যঞ্জনবর্ণ ৩৯টি, যেমন— ক থেকে হ পর্যন্ত বিভিন্ন ধ্বনির বর্ণ।
-
বাংলা ভাষায় এই বর্ণগুলো মিলে গঠিত হয় শব্দ, শব্দ থেকে বাক্য।
-
স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যায় না, তাই এগুলোর ভূমিকা মৌলিক।
-
ব্যঞ্জনবর্ণ মূলত স্বরবর্ণের সহায়তায় উচ্চারিত হয় এবং শব্দের কাঠামো তৈরি করে।
0
Updated: 1 day ago
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 1 month ago
A
√গত্ + অ
B
√গৃ + ক্ত
C
√গম্ + ক্ত
D
√গৃ + অত
বাংলা ভাষায় শব্দগঠন প্রক্রিয়ায় কৃৎ-প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে ক্ত (ক্ত) প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে ব্যবহৃত হয়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: √গম্ + ক্ত
-
সূত্র: ক্ত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে।
-
উদাহরণ:
-
√গম্ + ক্ত → গত
-
√গ্রন্থ + ক্ত → গ্রথিত
-
√চুর্ + ক্ত → চূর্ণ
-
√দা + ক্ত → দত্ত
-
√দহ্ + ক্ত → দগ্ধ
-
উৎস:
0
Updated: 1 month ago
'হেসে ওঠা' কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
Created: 2 months ago
A
সরল ক্রিয়া
B
সংযােগ ক্রিয়া
C
যৌগিক ক্রিয়া
D
নাম ক্রিয়া
যৌগিক ক্রিয়া
-
সংজ্ঞা: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি একক ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
-
বেঁধে দেওয়া
-
বুঝে নেওয়া
-
বলে ফেলা
-
করে তোলা
-
চেপে রাখা
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 1 month ago
A
সহজবোধ্য
B
নাট্য সংলাপ ব্যবহার
C
তদ্ভব শব্দবহুল
D
তৎসম শব্দবহুল
সাধুভাষা সাধারণত সংস্কৃত ঘেঁষা, গুরুগম্ভীর ও অলঙ্কারময় ভাষা। এর প্রধান বৈশিষ্ট্য হলো তৎসম শব্দবহুল হওয়া।
তাহলে অপশনগুলো বিচার করলে—
✅ তৎসম শব্দবহুল → সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য
-
সহজবোধ্য → চলিত ভাষার বৈশিষ্ট্য
-
নাট্য সংলাপে ব্যবহার → চলিত ভাষার বৈশিষ্ট্য
-
তদ্ভব শব্দবহুল → চলিত ভাষার বৈশিষ্ট্য
সঠিক উত্তর: তৎসম শব্দবহুল
0
Updated: 1 month ago