২০ জনে যে সময়ে ১ টি কাজ করতে পারে , তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?
A
৪০ শতাংশ
B
৩৩ শতাংশ
C
২৫ শতাংশ
D
২০ শতাংশ
উত্তরের বিবরণ
সমাধান:
একটি কাজের জন্য কর্মীদের সংখ্যা এবং সময়ের সম্পর্ক inversely proportional, অর্থাৎ কাজ শেষের সময় এবং কর্মী সংখ্যা এর মধ্যে সম্পর্ক হবে:
যেখানে হল মূল সময়, হল প্রয়োজনীয় নতুন জনসংখ্যা, এবং কারণ কাজটি ২০ শতাংশ কম সময়ে শেষ করতে হবে।
ধাপে ধাপে সমাধান:
-
মূল সমীকরণ:
-
মান বসিয়ে সমীকরণ হবে:
-
কেটে যাবে:
-
বের করতে:
-
মূল কর্মী ২০, নতুন কর্মী ২৫। জনবল বৃদ্ধির হার হবে:
সুতরাং, কাজটি ২০ শতাংশ কম সময়ে শেষ করতে জনবল ২৫ শতাংশ বৃদ্ধি করতে হবে।
0
Updated: 10 hours ago