• এই বিখ্যাত লাইনটি প্রতিপক্ষ চরিত্র ইয়াগো Othello-এর তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ওথেলোকে বলে। এটি প্রবল নাটকীয় ব্যঙ্গের মুহূর্ত, কারণ ইয়াগো ওথেলোর বিশ্বস্ত বন্ধু সেজে তাকে ঈর্ষার বিষয়ে সতর্ক করছে, অথচ সেই ঈর্ষার বীজ রোপণ ও লালন করেছে সে নিজেই। এ বক্তব্য নাটকটির মূল বিষয়বস্তুকেও তুলে ধরে।
Who is credited with writing A Dictionary of the English Language published in 1755?
A
John Milton
B
Samuel Johnson
C
Benjamin Franklin
D
Thomas Jefferson
উত্তরের বিবরণ
• ১৭৫৫ সালে প্রকাশিত A Dictionary of the English Language রচনার কৃতিত্ব দেওয়া হয় Samuel Johnson-কে (উত্তর: খ)। তিনি আট বছরের কঠোর পরিশ্রমে এই অভিধানটি রচনা করেন, যা ইংরেজি ভাষার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এটি প্রথম উল্লেখযোগ্য ইংরেজি অভিধান, যেখানে প্রায় ৪৩,০০০ শব্দের সংজ্ঞা, উদাহরণ এবং বানান ব্যাখ্যা ছিল। অন্য অপশনগুলো বিবেচনা করলে, John Milton ছিলেন একজন খ্যাতিমান কবি, যিনি Paradise Lost রচনা করেছেন। Benjamin Franklin ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ ও বিজ্ঞানী, কিন্তু তিনি অভিধান লেখেননি। Thomas Jefferson ছিলেন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতা ঘোষণাপত্র লিখতে ভূমিকা রেখেছিলেন, কিন্তু অভিধান লেখার সঙ্গে যুক্ত ছিলেন না। সুতরাং সঠিক উত্তর হলো: Samuel Johnson (খ)।
• বিস্তারিত আলোচনা:
• The first English dictionary 'A Dictionary of the English Language' was completed by Dr Samuel Johnson.
- Dr. Samuel Johnson হচ্ছেন The Age of Sensibility এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- সুতরাং, The first English dictionary was completed by Dr Samuel Johnson in the Age of Sensibility.
• The Age of Sensibility - কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তাকে Father of English Dictionary বলা হয়।
• Dr. Samuel Johnson's major works:
- Dictionary,
- The History of Rasselas, Prince of Abyssinia,
- Preface to Shakespeare.

0
Updated: 2 months ago
Related MCQ
What is the symbolic role of letters in the novel?
Created: 1 month ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।

0
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 month ago
" O, beware, my lord, of jealousy; It is the green-ey'd monster, which doth mock The meat it feeds on"- quoted from?
Created: 1 month ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
Hamlet

0
Updated: 1 month ago