ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে ১ টি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?
A
২১%
B
২২%
C
১৯%
D
৩৬%
উত্তরের বিবরণ
সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল (Area) নির্ণয় করা হয় সূত্র:
যেখানে হলো বৃত্তের ব্যাসার্ধ।
-
ধরা যাক, মূল ব্যাসার্ধ । তখন মূল ক্ষেত্রফল হবে:
ব্যাসার্ধ ২০% হ্রাস পেলে, নতুন ব্যাসার্ধ হবে:
নতুন ক্ষেত্রফল হবে:
ক্ষেত্রফলের হ্রাসের পরিমাণ:
হ্রাসের শতকরা মান:
সুতরাং, বৃত্তের ক্ষেত্রফল ৩৬% হ্রাস পায়।
মূল ধারণা: বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের উপর নির্ভর করে। তাই ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল ২০% নয়, বরং অংশ থাকে, অর্থাৎ ৩৬% কমে যায়।
0
Updated: 10 hours ago
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
Created: 1 month ago
A
৭১৫০ টাকা
B
৭২৯০ টাকা
C
৬৯৯০ টাকা
D
৭৫০০ টাকা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রারম্ভিক মূলধন, P = ৬২৫০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৮% = ৮/১০০ টাকা
এবং সময় n = ২ বছর
আমরা জানি,
C = P(১ + r)n
= ৬২৫০(১ + ৮/১০০)২
= ৬২৫০(১ + ২/২৫)২
= ৬২৫০(২৭/২৫)২
= (৬২৫০ × ২৭ × ২৭)/(২৫ × ২৫)
= ৭২৯০ টাকা
0
Updated: 1 month ago
কোন সংখ্যার 60% এর সাথে 48 যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
150
B
120
C
75
D
105
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
শর্তমতে,
x এর 60% + 48 = x
⇒ x × (60/100) + 48 = x
⇒ (60x/100) + 48 = x
⇒ (60x + 4800)/100 = x
⇒ 60x + 4800 = 100x
⇒ 100x - 60x = 4800
⇒ 40x = 4800
⇒ x = 4800/40
∴ x = 120
∴ সংখ্যাটি = 120 ।
0
Updated: 1 month ago
চালের দাম ২৫% বেড়ে যাওযায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Created: 2 days ago
A
২০%
B
১৬%
C
১৮%
D
১৫%
চালের পূর্ব মূল্য ১০০ টাকা হলে ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য (১০০+২৫) = ১২৫ টাকা।
১২৫ টাকায় খরচ কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃(২৫×১০০)/১২৫〃
= ২০ টাকা
চালের পূর্ব মূল্য ১০০ টাকা হলে ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য (১০০+২৫) = ১২৫ টাকা।
0
Updated: 2 days ago