কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ২.৫?
A
৯
B
১৮
C
৩০
D
৩৬
উত্তরের বিবরণ
সমাধান:
ধরা যাক সংখ্যাটি । সমস্যাটি অনুযায়ী, আমরা লিখতে পারি:
ধাপে ধাপে সমাধান:
কে সাধারণ হর দিয়ে লিখি:
তাহলে সমীকরণটি হয়:
উভয় পাশে 12 দিয়ে গুণ করি:
ব্যাখ্যা:
প্রথমে আমরা সমস্যাটিকে একটি সমীকরণে রূপান্তর করি। এক-তৃতীয়াংশ এবং এক-চতুর্থাংশের পার্থক্য বের করতে সাধারণ হর ব্যবহার করা হয়। সাধারণ হর 12 নিলে, সহজে পার্থক্য পাওয়া যায়। সমীকরণ থেকে সংখ্যা বের করতে আমরা 12 দিয়ে গুণ করি। তাই সঠিক সংখ্যা হলো ৩০, যা প্রদত্ত বিকল্পের সাথে মেলে।
0
Updated: 10 hours ago
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
Created: 2 months ago
A
২/৫
B
৩/৮
C
৪/১১
D
৫/১৩
0
Updated: 2 months ago
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
Created: 6 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৭
এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮
এখানে, ২/৩ < ৮/১১
৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।
0
Updated: 6 months ago
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Created: 4 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
0
Updated: 4 months ago