28√x +1426 = three fourths of 2984. find x.
A
659
B
694
C
841
D
859
উত্তরের বিবরণ
সমাধান:
প্রথমে সমীকরণটি লিখি:
হিসাব করি:
সুতরাং সমীকরণ হবে:
এবার 1426 বিয়োগ করি:
এখন উভয় পাশে 28 দিয়ে ভাগ করি:
শেষে উভয় পাশে বর্গ করি:
ব্যাখ্যা:
-
প্রথমে তিন-চতুর্থাংশ হিসাব করা হয়েছে।
-
এরপর ধাপে ধাপে বাকি সংখ্যাগুলো সরিয়ে বের করা হয়েছে।
-
শেষ ধাপে বর্গ করে x এর মান নির্ধারণ করা হয়েছে।
-
সঠিকভাবে ধাপ অনুসারে গাণিতিক হিসাব করা হয়েছে এবং দেওয়া বিকল্পের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।
0
Updated: 10 hours ago
(১৮)৭ কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?
Created: 1 month ago
A
১
B
২
C
৪
D
৯
প্রশ্ন: (১৮)৭ কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?
সমাধান:
(১৮)৭
= (২ × ৯)৭
= (২ × ৩২)৭
= ২৭ × ৩১৪
কোনো সংখ্যার ঘাত জোড় সংখ্যা হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।
৩১৪ সংখ্যাটি পূর্ণবর্গ।
কিন্তু ২৭ এর ঘাত বিজোড় হওয়ায় সেটি পূর্ণবর্গ নয়।
তবে ২৭ কে ২ দ্বারা গুণ করলে গুণফল হবে,
(২৭ × ২)
= ২৮ যা পূর্ণবর্গ সংখ্যা।
অর্থাৎ (১৮)৭ এর সাথে সর্বনিম্ন ২ দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে।
0
Updated: 1 month ago
০.১ এর বর্গমূল কত?
Created: 3 months ago
A
০.১
B
০.০১
C
০.২৫
D
কোনোটিই নয়
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?
সমাধান:
০.১ এর বর্গমূল = √০.১
=০.৩১
0
Updated: 3 months ago
A square garden is surrounded by a path of uniform width 2 meters. If the area of the path is 48 square meters, find the side length of the garden.
Created: 4 weeks ago
A
8 meters
B
6 meters
C
3 meters
D
4 meters
Question: A square garden is surrounded by a path of uniform width 2 meters. If the area of the path is 48 square meters, find the side length of the garden.
Solution:
Let the side of the garden = x meters.
Then, the side of the garden including the path = x + (2 × 2)
= x + 4 meters.
Area of path = Area of garden with path - Area of garden
⇒ 48 = (x + 4)2 - x2
⇒ 48 = x2 + 8x + 16 - x2
⇒ 8x + 16 = 48
⇒ 8x = 48 - 16
⇒ x = 32/8
∴ x = 4 meters
∴ Therefore, side length of the garden is 4 meters.
0
Updated: 4 weeks ago