Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 2 months ago
Who wrote the novel "Oliver Twist"?
Created: 2 weeks ago
A
William Shakespeare
B
Charles Dickens
C
W. B. Yeats
D
G. B. Shaw
উপন্যাস "Oliver Twist" রচয়িতা Charles Dickens।
Oliver Twist
-
রচনা: Charles Dickens
-
পূর্ণ শিরোনাম: Oliver Twist; or, The Parish Boy’s Progress
-
প্রকাশকাল: ১৮৩৭ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে
-
উপন্যাসের কাহিনী: অলিভার টুইস্ট, একজন জন্মগত অনাথ, তার জীবন সংগ্রামী ও কঠোর। লেখক লন্ডনের দারিদ্র্য, সামাজিক অবিচার এবং মানুষের অপরাধের দিকে ঠেলাটা তুলে ধরেছেন।
চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Mr. Brownlow
-
Charley Bates ইত্যাদি
সংক্ষিপ্ত সারাংশ:
-
Oliver Twist জন্মগ্রহণ করে একটি কাজের ঘরে (workhouse) এবং সেখানে কঠোর শাস্তি ভোগ করে।
-
পালিয়ে লন্ডনে এসে সে চোর Fagin-এর সঙ্গে পরিচিত হয়, যেখানে Bill Sikes ও Nancy-এর মতো চরিত্রদের সঙ্গে তার যোগাযোগ হয়। Fagin তাকে চোর শিক্ষা দিতে চায়, কিন্তু অলিভারের নিষ্পাপ মন তা মানতে অস্বীকার করে।
-
Mr. Brownlow নামের দয়ালু ব্যক্তি তাকে উদ্ধার করেন।
-
শেষে জানা যায়, অলিভার ধনী পরিবারের সন্তান এবং তার জীবন সুখী পরিণতিতে শেষ হয়।
-
উপন্যাসটি দরিদ্র শিশুদের প্রতি সমাজের নিষ্ঠুরতা, নৈতিক লড়াই এবং শ্রেণি বিভেদ তুলে ধরেছে।
Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২
-
মৃত্যু: ৯ জুন, ১৮৭০
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ছদ্মনাম: Boz
-
পরিচিতি: Victorian Period-এর শ্রেষ্ঠ novelist
প্রখ্যাত রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 2 weeks ago
We didn’t expect ____________
Created: 2 weeks ago
A
that it would have rained during our trip.
B
that it would rain during our trip.
C
that it will rain during our trip.
D
that it rain during our trip.
একটি বাক্য রিরাইট করা হলো তথ্য অপরিবর্তিত রেখে:
We didn’t expect that it would rain during our trip।
-
Sequence of tense অনুযায়ী, যদি principal clause-এর ক্রিয়া past tense-এ থাকে, তাহলে subordinate clause-এর ক্রিয়াও সাধারণত past tense-এ থাকবে।
-
সাধারণত that, which, where, when, how, though, although ইত্যাদি শব্দ দ্বারা subordinate clause শুরু হয়।
-
প্রদত্ত বাক্যের প্রথম অংশে We didn’t expect আছে, যা past tense নির্দেশ করছে।
-
তাই that যুক্ত subordinate clause-ও past tense-এ থাকবে।
-
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো: We didn’t expect that it would rain during our trip।

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence regarding gender usage:
Created: 4 weeks ago
A
The actor won her award for best performance.
B
The actress won her award for best performance.
C
The actress won his award for best performance.
D
The actor won their award for best performance.
Correct Answer: The actress won her award for best performance।
Explanation:
-
Actress শব্দটি female gender নির্দেশ করে।
-
ইংরেজিতে কোনো নারীর জন্য সাধারণত female pronouns ব্যবহার হয়, যেমন she, her, hers।
-
বাক্যে actress থাকলে pronoun অবশ্যই feminine হতে হবে। এখানে her ব্যবহার করা হয়েছে, যা she-এর objective form এবং সঠিক gender agreement তৈরি করে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) The actor won her award for best performance।
-
ভুল। "Actor" সাধারণত male বা male-oriented শব্দ, কিন্তু pronoun "her" female। Gender mismatch হয়েছে।
-
-
গ) The actress won his award for best performance।
-
ভুল। "Actress" female, কিন্তু pronoun "his" male। Gender agreement ভুল।
-
-
ঘ) The actor won their award for best performance।
-
ভুল। "Actor" male, কিন্তু pronoun "their" বহুবচন বা gender-neutral। একবচন male noun-এর সঙ্গে ব্যবহার করা ভুল।
-
Source:

0
Updated: 4 weeks ago