A
Not at all
B
Thoroughly
C
To be last
D
Man of outside
উত্তরের বিবরণ
• 'Thoroughly' is the meaning of the phrase - Out and out.
• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly.
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।
• Example Sentence:
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
What is the meaning of the idiom 'a round dozen'?
Created: 2 months ago
A
a little less than a dozen
B
a little more than a dozen
C
a full dozen
D
round about a dozen
Idiom: A round dozen
English Meaning: Exactly twelve; a complete set or group of twelve.
Bangla Meaning: এক ভজন; বারোটি; তিন গণ্ডা; পূর্ণ ডজন
-
এই idiom-টি একটি নির্দিষ্ট সংখ্যা (১২) বোঝাতে ব্যবহৃত হয়।
Example Sentence:
I ordered a round dozen of eggs from the market.
Bangla Translation: আমি বাজার থেকে একদম বারোটি ডিম অর্ডার করেছিলাম।
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 2 months ago
Parcel
Created: 2 weeks ago
A
quarrel
B
piece of land
C
postage
D
unobstructed view
Parcel শব্দটির অর্থ সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ জমি বোঝাতে ব্যবহৃত হয়।
• The word Parcel means - a piece of land.
-
Parcel
-
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট এলাকা বা জমির অংশ; পাশাপাশি এমন কোনো বস্তু বা বস্তুসমষ্টি যা কাগজে মোড়ানো হয়, সাধারণত ডাকযোগে পাঠানোর উদ্দেশ্যে।
-
বাংলা অর্থ: বহনের উপযোগী কিংবা ডাকযোগে পাঠানোর জন্য মোড়ানো সামগ্রী; পারসেল; কোনো জমির নির্দিষ্ট খণ্ড, যা সাধারণত কোনো তালুক বা সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত হয়।
-
এছাড়াও কিছু প্রাসঙ্গিক শব্দের অর্থ:
-
Quarrel: বিবাদ, কলহ বা ঝগড়া।
-
Postage: ডাকখরচ বা ডাকমাশুল।
-
Unobstructed view: বাধাবিহীন বা নিরবিচারে দৃশ্য।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি
২. ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 weeks ago
The word bounty is closest in meaning to
Created: 1 week ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 week ago